Sunday, 20 April 2014

কলকাতা নাইট রাইডার্স



কলকাতা নাইট রাইডার্স (সংক্ষেপে কেকেআরইন্ডিয়ান প্রিমিয়ার লীগ নামক একটি টোয়েন্টি২০ ক্রিকেট প্রতিযোগিতায় কলকাতাশহরের প্রতিনিধিত্বকারী দলের নাম। এই দলের অধিনায়ক গৌতম গম্ভীর ও কোচ ট্রেভর বেলিস। দলের অফিসিয়াল থিম গান হল করব, লড়ব, জিতব রে এবং অফিসিয়াল রং হল কালো ও সোনালি। ভারতীয় নায়ক শাহরুখ খান এই দলের মালিক। কলকাতা নাইট রাইডার্স আইপিএল টুর্নামেন্টের সর্বাপেক্ষা ধনী দল।[১]


প্রশাসন ও প্রশিক্ষণ কর্মী




প্রধান প্রশিক্ষক



Saturday, 12 April 2014

পয়লা বৈশাখ এর ইতিকথা।

পয়লা বৈশাখ বা পহেলা বৈশাখ (বাংলা পঞ্জিকার প্রথম মাস বৈশাখের ১ তারিখ) বাংলা সনের প্রথম দিন, তথা বাংলা নববর্ষ। দিনটিবাংলাদেশ এবং ভারতের পশ্চিমবঙ্গে নববর্ষ হিসেবে বিশেষ উৎসবের সাথে পালিত হয়। ত্রিপুরায় বসবাসরত বাঙালিরাও এই উৎসবে অংশ নেয়। সে হিসেবে এটি বাঙালিদের একটি সর্বজনীন উৎসব। সারা বিশ্বের বাঙালিরা এ দিনে নতুন বছরকে বরণ করে নেয়, ভুলে যাবার চেষ্টা করে অতীত বছরের সকল দুঃখ-গ্লানি। সবার কামনা থাকে যেন নতুন বছরটি সমৃদ্ধ ও সুখময় হয়। বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ীরা একে নতুনভাবে ব্যবসা শুরু করার উপলক্ষ্য হিসেবে বরণ করে নেয়। গ্রেগরীয় বর্ষপঞ্জি অনুসারে ১৪ই এপ্রিল অথবা ১৫ই এপ্রিল পহেলা বৈশাখ পালিত হয়। আধুনিক বা প্রাচীন যে কোন পঞ্জিকাতেই এই বিষয়ে মিল রয়েছে। বাংলাদেশে প্রতি বছর ১৪ই এপ্রিল এই উৎসব পালিত হয়। বাংলা একাডেমীকর্তৃক নির্ধারিত আধুনিক পঞ্জিকা অনুসারে এই দিন নির্দিষ্ট করা হয়েছে। এদিন বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সকল সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ থাকে।
বাংলা দিনপঞ্জীর সঙ্গে হিজরী ও খ্রিস্টীয় সনের মৌলিক পার্থক্য হলো হিজরী সন চাঁদের হিসাবে এবং খ্রিস্টীয় সন ঘড়ির হিসাবে চলে। এ কারণে হিজরী সনে নতুন তারিখ শুরু হয় সন্ধ্যায় নতুন চাঁদের আগমনে। ইংরেজি দিন শুর হয় মধ্যরাতে। পহেলা বৈশাখ রাত ১২ টা থেকে শুরু না সূর্যদোয় থেকে থেকে শুরু এটা নিয়ে অনেকের দ্বিধাদ্বন্দ্ব আছে, ঐতিহ্যগত ভাবে সূর্যদোয় থেকে বাংলা দিন গণনার রীতি থাকলেও ১৪০২ সালের ১ বৈশাখ থেকে বাংলা একাডেমী এই নিয়ম বাতিল করে আন্তর্জাতিক রীতির সাথে সামঞ্জস্য রাখতে রাত ১২.০০টায় দিন গণনা শুরুর নিয়ম চালু হয়।[১]

                                                                                                                 উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে...

Thursday, 10 April 2014

"ভালবাসি, ভালবাসি" ___সুনীল গঙ্গোপাধ্যায়


ধরো কাল তোমার পরীক্ষা,রাত জেগে পড়ার
টেবিলে বসে আছ,
ঘুম আসছে না তোমার
হঠাত করে ভয়ার্ত কন্ঠে উঠে আমি বললাম-
ভালবাস? তুমি কি রাগ করবে?
নাকি উঠে এসে জড়িয়ে ধরে বলবে,
ভালবাসি, ভালবাসি..
ধরো ক্লান্ত তুমি, অফিস থেকে সবে ফিরেছ,
ক্ষুধার্ত তৃষ্ণার্ত পীড়িত..
খাওয়ার টেবিলে কিছুই তৈরি নেই,
রান্নাঘর থেকে বেরিয়ে ঘর্মাক্ত আমি তোমার
হাত ধরে যদি বলি- ভালবাস?
তুমি কি বিরক্ত হবে?
নাকি আমার হাতে আরেকটু
চাপ দিয়ে বলবে
ভালবাসি, ভালবাসি..
ধরো দুজনে শুয়ে আছি পাশাপাশি,
সবেমাত্র ঘুমিয়েছ তুমি
দুঃস্বপ্ন দেখে আমি জেগে উঠলাম শশব্যস্ত
হয়ে তোমাকে ডাক দিয়ে যদি বলি-ভালবাস?
তুমি কি পাশ ফিরে শুয়ে থাকবে?
নাকি হেসে উঠে বলবে
ভালবাসি, ভালবাসি..
ধরো রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি দুজনে,মাথার উপর
তপ্ত রোদ,বাহন
পাওয়া যাচ্ছেনা এমন সময় হঠাত দাঁড়িয়ে পথ
রোধ করে যদি বলি-ভালবাস?
তুমি কি হাত সরিয়ে দেবে?
নাকি রাস্তার সবার দিকে তাকিয়ে কাঁধে হাত
দিয়ে বলবে
ভালবাসি, ভালবাসি..

ধরো দুজনে শুয়ে আছি পাশাপাশি,
সবেমাত্র ঘুমিয়েছ তুমি
দুঃস্বপ্ন দেখে আমি জেগে উঠলাম শশব্যস্ত
হয়ে তোমাকে ডাক দিয়ে যদি বলি-ভালবাস?
তুমি কি পাশ ফিরে শুয়ে থাকবে?
নাকি হেসে উঠে বলবে
ভালবাসি, ভালবাসি..
ধরো রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি দুজনে,মাথার উপর
তপ্ত রোদ,বাহন
পাওয়া যাচ্ছেনা এমন সময় হঠাত দাঁড়িয়ে পথ
রোধ করে যদি বলি-ভালবাস?
তুমি কি হাত সরিয়ে দেবে?
নাকি রাস্তার সবার দিকে তাকিয়ে কাঁধে হাত
দিয়ে বলবে
ভালবাসি, ভালবাসি..
ধরো শেভ করছ তুমি,গাল কেটে রক্ত পড়ছে,এমন
সময়
তোমার এক ফোঁটা রক্ত হাতে নিয়ে যদি বলি-
ভালবাস?
তুমি কি বকা দেবে?
নাকি জড়িয়ে তোমার গালের রক্ত আমার
গালে লাগিয়ে দিয়ে খুশিয়াল
গলায় বলবে
ভালবাসি, ভালবাসি..
ধরো খুব অসুস্থ তুমি,জ্বরে কপাল পুড়েযায়,
মুখে নেই রুচি, নেই কথা বলার
অনুভুতি,
এমন সময় মাথায় পানি দিতে দিতে তোমার
মুখের
দিকে তাকিয়ে যদি বলি-ভালবাস?
তুমি কি চুপ করে থাকবে?নাকি তোমার গরম
শ্বাস আমার
শ্বাসে বইয়ে দিয়ে বলবে ভালবাসি, ভালবাসি..

ধরো যুদ্ধের দামামা বাজছে ঘরে ঘরে,প্রচন্ড
যুদ্ধে তুমিও অঃশীদার,
শত্রুবাহিনী ঘিরে ফেলেছে ঘর
এমন সময় পাশে বসে পাগলিনী আমি তোমায়
জিজ্ঞেস করলাম-
ভালবাস? ক্রুদ্ধস্বরে তুমি কি বলবে যাও?
নাকি চিন্তিত আমায় আশ্বাস
দেবে,বলবে
ভালবাসি, ভালবাসি..
ধরো দূরে কোথাও যাচ্ছ
তুমি,দেরি হয়ে যাচ্ছে,বেরুতে যাবে,হঠাত
বাধা দিয়ে বললাম-ভালবাস? কটাক্ষ করবে?
নাকি সুটকেস ফেলে চুলে হাত
বুলাতে বুলাতে বলবে
ভালবাসি, ভালবাসি..
ধরো প্রচন্ড ঝড়,উড়ে গেছে ঘরবাড়ি,আশ্রয় নেই
বিধাতার দান এই
পৃথিবীতে,বাস করছি দুজনে চিন্তিত তুমি
এমন সময় তোমার
বুকে মাথা রেখে যদি বলি ভালবাস?
তুমি কি সরিয়ে দেবে?
নাকি আমার মাথায় হাত রেখে বলবে
ভালবাসি, ভালবাসি..
ধরো সব ছেড়ে চলে গেছ কত দুরে,
আড়াই হাত মাটির নিচে শুয়ে আছ
হতভম্ব আমি যদি চিতকার করে বলি-ভালবাস?
চুপ করে থাকবে?নাকি সেখান থেকেই
আমাকে বলবে ভালবাসি, ভালবাসি..
যেখানেই যাও,যেভাবেই থাক,না থাকলেও দূর
থেকে ধ্বনি তুলো

মহাবীর আলেকজান্ডার

মৃত্যু শয্যায় মহাবীর আলেকজান্ডার তার
সেনাপতিদের ডেকে বলেছিলেন,'আমার মৃত্যুর
পর আমার তিনটা ইচ্ছা তোমরা পূরণ করবে। আমার
প্রথম অভিপ্রায় হচ্ছে,শুধু আমার চিকিৎসকরাই
আমার কফিন বহন করবেন। আমার ২য় অভিপ্রায়
হচ্ছে, আমার কফিন যে পথ
দিয়ে গোরস্থানে যাবে সেই পথে আমার
অর্জিত সোনা ও রুপা ছড়িয়ে থাকবে আর শেষ
অভিপ্রায় হচ্ছে, কফিন বহনের সময় আমার দুইহাত
কফিনের বাইরে ঝুলিয়ে থাকবে।'
তার সেনাপতি তখন তাঁকে এই বিচিত্র
অভিপ্রায় কেন করছেন প্রশ্ন করলেন। দীর্ঘ শ্বাস
গ্রহণ করে আলেকজান্ডার বললেন, 'আমি দুনিয়ার
সামনে তিনটি শিক্ষা রেখে যেতে চাই।
• আমার চিকিত্সকদের কফিন বহন করতে এই
কারনে বলেছি যে যাতে লোকে অনুধাবন
করতে পারে যে চিকিত্সকেরা কোন
মানুষকে সারিয়ে তুলতে পারে না।
তারা ক্ষমতাহীন আর মৃত্যুর
থাবা থেকে রক্ষা করতে অক্ষম।'
• 'গোরস্হানের পথে সোনা-
দানা ছড়িয়ে রাখতে বলেছি মানুষকে এটা বোঝান,
সোনা-দানার একটা কণাও আমার
সঙ্গে যাবে না। এগুলো পাওয়ার জন্য
সারাটা জীবন ব্যয় করেছি কিন্তু নিজের
সঙ্গে কিছুই নিয়ে যেতে পারছি না। মানুষ বুঝুক
এসবের পেছনে ছোটা সময়ের অপচয়।'
• 'কফিনের বাইরে আমার হাত
ছড়িয়ে রাখতে বলেছি মানুষকে এটা জানাতে পৃথিবীতে এসেছিলাম,আবার
খালি হাতেই পৃথিবী থেকে চলে যাচ্ছি. . . . .l

আপনি যদি

আপনি বাসে সিট দখল করে,
আরামসে বসে আছেন।
একটা মেয়ে দাঁড়িয়ে আছে।
যদি মেয়েটাকে বসতে না দেন, আপনার
নিজের
কাছেই খারাপ লাগবে। যতইহোক,
আপনি একটা তাগড়া জোয়ান, আর
মেয়ে মানুষ
দুর্বল। তাকে বসতে দেওয়া উচিত। আর
আপনি যদি দাঁড়িয়ে মেয়েটাকে বসতে দেন,
মেয়েটা এবং ৪ পাশের মানুষ ভাববে,
আপনে বোধহয় লুল পাবলিক।
মেয়ে দেখে মুগ্ধ
হয়ে সিট ছেড়ে দিসেন।
আপনার প্রেমিকার
সাথে আপনি যদি কাটছাট
কথা বলেন(কখন খাইছো, কখন
ঘুমাইছো ছাড়া আর কিছু না বলেন) ,
প্রেমিকা ভাববে, আমার
প্রেমিকটা রোমান্টিক না। আর
যদি কথায়
কথায় বলেন, জান! তোমাকেএই করতে মন
চায়,
সেই করতে মন চায়, প্রেমিকা ভাববে,
আমার
প্রেমিকটা তো দেখি পুরাই
লুচ্চা টাইপের।
ধরুন আপনি একটা মেয়ে স্টুডেন্ট পড়ান,
আপনি যদি নিয়মিত সেজেগুজে যান,
হাসিমুখে কথা বলেন, স্টুডেন্ট ভাববে,
"ভাইয়া" মনে হয় আমার
প্রতি কিছুটা দুর্বল।
আর যদি সাজুগুজু না করে যান,

অপ্রয়োজনীয়
হাসাহাসি না করেন, স্টুডেন্ট বলবে, এই
টিচারের কাছে পড়বো না।আনস্মার্ট
একটা।
কি আর বলবো!
পুরুষ জাতি ইজ ইন উভয়্সংকট!







Wednesday, 9 April 2014

মীনা





আমি বাবা মায়ের শতও
আদরের মেয়ে
আমি বড় হই, সকলের
ভালবাসা নিয়ে
আমার দুচোখে অনেক
স্বপ্ন থাকে
আমি পড়ালেখা শিখতে চাই।
যদি চার দেয়ালের
মাঝে কাটে সারাজীবন
তাহলে থাকবো, শুধু
বোঝা হয়ে
শিক্ষা আমায়
মুক্তি দেবে,
মুক্তি দেবে।
আমি তো কালকের
খুশি আর আশা
আমারও তো সাধ আছে,
আছে অভিলাষা
ঘরে বেঁধে রেখো না,
নিয়ে যাও এগিয়ে...
আমি বাবা মায়ের শত
ও আদরের মেয়ে
আমি বড় হই, সকলের
ভালবাসা নিয়ে
আমার দুচোখে অনেক
স্বপ্ন থাকে
আমি পড়ালেখা শিখতে চাই!!! 

Monday, 7 April 2014

সবার জীবনে এমন একজন......

প্রতিটা মানুষের জীবনে এমন একজন দরকার
যে তাকে শাসন করবে।
সকাল গড়িয়ে দুপুর পর্যন্ত না খেলে জোর
করে খেতে পাঠাবে।
সামনে থাকলে মুখে তুলে খাইয়ে দিবে।
বৃষ্টিতে বেশি ভিজলে কপট চোখ দেখাবে। পর
মুহূর্তে বলবে, আচ্ছা যাও ভেজো।
জ্বর আসলে বলবে, ওষুধ না খেলে কিন্তু নেক্সট
এক উইক কথা বলবো না।
রাতে সময় মত ঘুমাতে না গেলে নিজের ফোন
বন্ধ রেখে বলবে,
চোখ বন্ধ। ঘুম চলে আসবে।
আমি বলে দিচ্ছি ঘুমকে চলে যেতে তোমার কাছে।
ব্যস্ত রাস্তা পার হওয়ার আগে অন্তত একবার
বলবে, সাবধানে পার হয়ো ?
প্রশ্ন না করে প্রতিটা কথা মন দিয়ে শুনে বলবে,
প্যাচাল অনেক হল। এবার মাথা থেকে ভুত নামাও
সব।
ফাইনালের আগে একটা কড়া ধমক,
ফেসবুকে দেখলে আমার আইডি থেকে ব্লক
করে দিব বলে দিলাম। পরে হাজার বললেও অ্যাড
করব না।
শাসন শুধু ভালবাসার মানুষ করবে এমনও না।
একজন বন্ধুও হতে পারে। "সে" হতে পারে।
"তুমি" হতে পারো।
একটা জীবন পার করতে সব সময়
সাথে থাকা মানুষটা হতে পারে।
সবার জীবনে এমন একজন থাকুক।
না আসলে আসুক।
যে তাকে তার প্রতিটা ভুলের জন্যে বাকি সবার
মত ভুল না বুঝে বলবে, ঘুরে আসি চলো কোথাও
থে

Friday, 28 March 2014

ভালোবাসার মানুষটি

ভালোবাসার মানুষটি সত্যিই সবার
থেকে আলাদা । সে যেনো সবার
মাঝে থেকেও সবার ওপরে !
চোখ বন্ধ করলেও তার অস্তিত্ব
ভেসে ওঠে চোখের সামনে ।
তাকে জড়িয়ে ধরার মূহুর্ত ... উফ্ ! সে এক
অসাধারণ অনুভব ।
তার কপালে আলতো করে চুমু
করে তাকে " i love you " বলার পর
যখন প্রতি উত্তরে তার মুখ থেকে " i
love you too " শুনি তখন মনে হয় এটাই পৃথিবীর
সেরা বাক্য !
তার হাতটি ধরে বহুধুর চলার পরও
মনে হয় যেনো এই মাত্রই তো হাঁটা শুরু
করলাম, আরো অনেক পথ পেরোলেও তখন
ক্লান্তি গ্রাস করবে না । তার ছোট ছোট কথায় রাগ -অভিমান
করা, নাক ফুলে লাল হয়ে যাওয়ার পর
যেনো
তাকে আরও বেশি সুন্দর লাগে ।
তখন মনে হয় তাকে এই বুকের মাঝেই
সারাটি জীবন জড়িয়ে রাখি । আমি ভূল করলে তাকে sorry বলতেও
খারাপ লাগে না । কারণ sorry
বলা মানে তার কাছে ছোট হওয়া নয়,
বরং সর্ম্পক টা কেই সবকিছুর
উর্ধ্বে দেখা ।
মাঝে মাঝে গলা ফাটিয়ে চিত্কার করে বলতে ইচ্ছে করে " অনেক
বেশি ভালোবাসি তোমাকে, অনেক
বেশি "

Tuesday, 25 March 2014






সবাইকে সালাম আমার, আশা করি সবাই আমার থেকে ভালো আছো । অনেক দিন পর আবার বাসাই ঠাণ্ডা হয়ে বসে আছি তাই ভাবলাম কিছু একটা করি আর তাইতো আমার বিরক্তি কর লিখা লিকলাম ।

আজ সেই ২৫শে মার্চ ভয়াল কাল রাত কিন্তু রাত যে শুরু হবে বাংলাদেশের এর খেলা দিয়ে। আজ দলে ফিরছে মারশফি, সোহাগ গাজী, জিয়া। এই তিন এমন কিছু না তবে এরা আসাতে বাংলাদেশ দলটা আনেকটা সুন্দর হয়েছে। আজ আমাদের ১১ সেনা ওয়েস্ট সেনাদের এর জন্য ওয়েট করছে ব্যাট আর বল নিয়ে। সোনার সেনার জন্য কাল আবার বাংলাদেশ সরকার লাখ মানুষ রেডি রেখেছে তাদের বরন করবো আমাদের জাতীয় সংগীত গেয়ে। আমাদের এই স্বপ্ন যেন এই কালো রাতে হারিয়ে যাই আসুন আমরা সবাই দোয়া করি।আশা করবো আজকের জয় যদি হয় আমাদের বাংলাদেশ দল জয়টা লাখ মুক্তিযোদ্ধা দের নামে উংসগ করে। আর একটা ভবিষ্যৎ বাণী দিই ভালো লাগলে লইকে দিবেন আমার সাথে, আজ কনফরম বাংলাদেশ জিতবে। জয় বাংলা। জয় বাংলাদেশ।

Monday, 24 March 2014

ভালোবাসা ও পছন্দের মধ্যে পার্থক্য

ভালোবাসা ও পছন্দের মধ্যে পার্থক্য কি জানেন?
যাকে আপনি ভালবাসেন তার সামনে আপনার হার্টবিট বেড়ে যাবে…
কিন্তু যাকে আপনি পছন্দ করেন তাকে দেখে আপনি খুশি হবেন…
যাকে আপনি ভালবাসেন তার সামনে থাকলে শীত কালকে বসন্ত মনে হবে…
আর যাকে পছন্দ করেন তার সামনে শীতকালকে শুধু সুন্দর শীত বলেই মনে হবে…
যাকে ভালবাসেন তাকে আপনার মনের সব কথাবলতে পারবেন না…
কিন্তু যাকে পছন্দ করবেন তাকে বলতে পারবেন…
যাকে ভালো বাসেন তার সামন
ে আপনি লজ্জাপাবেন…
আর যাকে পছন্দ করেন তার কাছে আপনি নিজেকে উপস্থাপন করতে চাইবেন…
যখন আপনার ভালোবাসার মানুষ কাদবে আপনি তার সাথে কাদবেন..
কিন্তু যাকে পছন্দ করেন সে কান্না থামালে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করবেন...
যদি আপনি আপনার পছন্দের মানুষ কে ভুলেযেতে চান তাহলে শুধু আপনার চোখ বন্ধ করে তার থেকে ফিরিয়ে নিলেই চলবে...
কিন্তু
যদি ভালবাসাকে ভোলার জন্য চোখ বন্ধ করেন আপনার ভালোবাসা কান্না হয়ে ঝড়ে পড়বে…সে আপনার হৃদয়ে থেকে যাবে…সারা জীবন...

Sunday, 16 March 2014

শেষ চিঠি.........ভালোবাসা।

নীল,
কেমন আছ তুমি? কোথায় আছ আছ তুমি, তার খোঁজ এখন আর করিনা।যার বাস মনে তাকে বাইরে খোঁজা খুঁজি করে কি লাভ! অনেকদিন পর এই সত্যের অনুসন্ধান পেয়ে এখন আমি শান্ত আর স্থির।

কেমন আছ, এ কথা জিজ্ঞাসা করায় বলতে পার যার বাস মনে সে কেমন আছে সেটা আমি জানিনা? একটু অবাক হতেই পার, তবুও শুধালাম এইজন্য তোমার কোন পরিবর্তনই হয় নাই এতদিন পরেও, ঠিক যে রকম ছিলে সে রকমই আছ হৃদয়ে। তোমার তাতে ভাল লাগছে কিনা, তাই জানতে চাইলাম আর কি । সবায় তো পরিবর্তন পছন্দ করে, তুমিও করো। তাই তো চলে গেলে, কিন্তু রয়ে গেলে মনের মুক্ত মঞ্চে। আর তোমার সেই নাটক গুলো প্রতিনিয়তই রিপিট হয় আমার মনের মঞ্চে, কি যে সুখ ও বেদনা তাতে তোমাকে বোঝায় কি করে!!! দুঃখ সুখের মিলন বড়ই অদ্ভুত !

তোমার কি মনে আছে হারিয়ে যাওয়ার দিনটি??? সেইদিন থেকেই আমি যে তোমাকে পাগলের মত হন্যে হয়ে খুঁজেছিলাম। দেখ কি বোকা আমি! যে তোমার উপস্থিতি আমার অস্তিত্ব তাকেই আমি খুঁজে বেড়িয়েছি এখানে সেখানে আরও কত জায়গায়, ভাবলেই এখন হাসি পায় । সেই বোকামিতে তখন যতটা কষ্ট হয়েছিল এখন মনে করলে ততটাই হাসি পায়।

তোমার সেই দুষ্টু – মিষ্টি হাসি , বাঁকা চোখের চাহনি ,মায়ায় জড়ানো অদ্ভুত সুন্দর প্রেম আলাপ ,তোমার বাচনভঙ্গি আমার মাঝে এখনও জীবন্ত । যতই দিন যাচ্ছে এগুলো যেন সামনের মেঘ কেটে ততই উজ্জ্বল হয়ে উঠতেছে । তুমি নিশ্চয়ই দেখেছ মেঘযুক্ত আকাশে যখন পূর্ণিমার চাঁদ  মেঘের  আড়াল থেকে ধীরে ধীরে যখন সামনে চলে আসে , তখন অন্য সময়ের চেয়ে বেশি উজ্জ্বল ও ভাল লাগে । আমার স্মৃতিগুলোর ও এমন দশা হয়েছে । প্রথম ভাললাগার মুহূর্ত গুলো আজ অন্য রকম জীবন্ত হয়ে ভেসে উঠেছে চোখের সামনে, আমি যেন বাস্তবে তোমাকে দেখছি । জানি এগুলোর এক কানাকড়িও মূল্য তোমার কাছে নেই। যা হয়েছিল সেগুলো নিয়ে পরে থাকলে তো আর জীবন চলে না,  তা আমি জানি, কিন্তু আমি যে তোমার মত হতে পারি না, তোমাকে ভুলতে পারিনা । বৃত্তের মত তোমার চারপাশেই ঘুরপাক খায়।

যখন আমি অপলক চোখে চেয়ে থাকতাম তোমার দিকে, তুমি যেন আমাকে না দেখ এজন্য আড়াল করে রাখতাম  নিজেকে। হাজারো ছেলে যাকে পাবার জন্য ব্যাকুল তাদের মাঝে আমি অতি নগন্য। তুমি যে নিঃসন্দেহে রাজকন্যা ছিলে তা তোমার অজানা ছিল না। আমি তোমাকে দূর থেকে দেখতে পেলেই ধন্য  হতাম , মনের অজান্তে চলে আসত
 আমার এই ভালবাসা কখন কিভাবে তুমি বুঝতে পারলে জানিনা, আমি কখনও নিজেকেও জানতে দিতে সাহস পেতাম  না যে আমি তোমাকে ভালবাসি । ভাল মনে হয় সত্যিই বেসেছিলাম ,তাই সবার প্রকাশ্য ভালবাসা ,আমার নীরব ভালবাশার কাছে হার মানল । ধীরে ধীরে তুমি এলে , কিন্তু ভয় হচ্ছিল আমার  কারণ কোন কিছু গড়েই ভাঙ্গার জন্য , আর ভাঙ্গে গড়ার জন্য । তবুও নিজেকে বুঝালাম ,তোমাকে বুঝালাম কিন্তু কোনটাতেই কাজ হলনা । হয়ত আবেগের বশে দুজনই পরাজিত হয়েছিলাম । কিন্তু তোমার যেদিন ঘোর ভাঙল ,সেদিন তুমি আমাকে ঘোরের মধ্যে ফেলে চলে গেলে …… এখন বড় একা আমি , বড় শূন্য আমি ।

এসব ভেবে আগে অনেক কষ্ট পেতাম দুঃখের কষ্ট, কিন্তু এখন এটাই আমার সুখ এতেই আমার শান্তি ……………… তোমার কথা ভাবতে ভাবতে যখন হারিয়ে যায়, কোন ফাকে যে চোখের দু- কোনে জল গড়িয়ে পড়ে বুঝতেই পারিনা ………………
 তুমি আমাকে দিয়ে গেছ  জগতের সবচেয়ে অদ্ভুত অনুভূতি , তাইতো তোমাকে এখনও ভালবাসি । তুমি চলে না গেলে হয়ত অনেক কিছুই অজানা থেকে যেত পৃথিবীতে ……………ভালবাসি ভালবাসি ভালবাসি তোমাকে, অনেক বেশি ভালবাসি
আকাশ 

Tuesday, 11 March 2014

ভালোবাসার মানুষটি

ভালোবাসার মানুষটি সত্যিই সবার
থেকে আলাদা । সে যেনো সবার
মাঝে থেকেও সবার ওপরে !
চোখ বন্ধ করলেও তার অস্তিত্ব
ভেসে ওঠে চোখের সামনে ।
তাকে জড়িয়ে ধরার মূহুর্ত ... উফ্ ! সে এক
অসাধারণ অনুভব ।
তার কপালে আলতো করে চুমু
করে তাকে " i love you " বলার পর
যখন প্রতি উত্তরে তার মুখ থেকে " i
love you too " শুনি তখন মনে হয় এটাই পৃথিবীর
সেরা বাক্য !
তার হাতটি ধরে বহুধুর চলার পরও
মনে হয় যেনো এই মাত্রই তো হাঁটা শুরু
করলাম, আরো অনেক পথ পেরোলেও তখন
ক্লান্তি গ্রাস করবে না । তার ছোট ছোট কথায় রাগ -অভিমান
করা, নাক ফুলে লাল হয়ে যাওয়ার পর
যেনো
তাকে আরও বেশি সুন্দর লাগে ।
তখন মনে হয় তাকে এই বুকের মাঝেই
সারাটি জীবন জড়িয়ে রাখি । আমি ভূল করলে তাকে sorry বলতেও
খারাপ লাগে না । কারণ sorry
বলা মানে তার কাছে ছোট হওয়া নয়,
বরং সর্ম্পক টা কেই সবকিছুর
উর্ধ্বে দেখা ।
মাঝে মাঝে গলা ফাটিয়ে চিত্কার করে বলতে ইচ্ছে করে " অনেক
বেশি ভালোবাসি তোমাকে, অনেক
বেশি "

Sunday, 9 March 2014

প্রতিটা মানুষের জীবনে এমন একজন দরকার
যে তাকে শাসন করবে।

সকাল গড়িয়ে দুপুর পর্যন্ত না খেলে জোর
করে খেতে পাঠাবে।

সামনে থাকলে মুখে তুলে খাইয়ে দিবে।
বৃষ্টিতে বেশি ভিজলে কপট চোখ দেখাবে। পর
মুহূর্তে বলবে, আচ্ছা যাও ভেজো।
জ্বর আসলে বলবে, ওষুধ না খেলে কিন্তু নেক্সট
এক উইক কথা বলবো না।

রাতে সময় মত ঘুমাতে না গেলে নিজের ফোন
বন্ধ রেখে বলবে,
চোখ বন্ধ। ঘুম চলে আসবে।

আমি বলে দিচ্ছি ঘুমকে চলে যেতে তোমার কাছে।
ব্যস্ত রাস্তা পার হওয়ার আগে অন্তত একবার
বলবে, সাবধানে পার হয়ো ?

প্রশ্ন না করে প্রতিটা কথা মন দিয়ে শুনে বলবে,
প্যাচাল অনেক হল। এবার মাথা থেকে ভুত নামাও
সব।

ফাইনালের আগে একটা কড়া ধমক,
ফেসবুকে দেখলে আমার আইডি থেকে ব্লক
করে দিব বলে দিলাম। পরে হাজার বললেও অ্যাড
করব না।

শাসন শুধু ভালবাসার মানুষ করবে এমনও না।
একজন বন্ধুও হতে পারে। "সে" হতে পারে।
"তুমি" হতে পারো।

একটা জীবন পার করতে সব সময়
সাথে থাকা মানুষটা হতে পারে।

সবার জীবনে এমন একজন থাকুক।
না আসলে আসুক।

যে তাকে তার প্রতিটা ভুলের জন্যে বাকি সবার
মত ভুল না বুঝে বলবে, ঘুরে আসি চলো কোথাও
থেকে।

Saturday, 8 March 2014

বন্ধুরা.........

আমরা কেও কেও চাকুরি করি কেও বা স্টুডেন্টস...তবে যে লাইন এ আছি সবাই আনেক বেশী ভালো আছি......।।

এটা ঠিক যে সবারই কিছু প্রবলেম থাকে বা থাকতে পারে। একটা কথা কি আমরা ভেবে দেখেছি, যদি এমন হত যে আমার বয়স ৭০ এর উপরে জীবনের আনেক সমাই পার করেছি কিন্তু কিছু পাইনি তিন বেলা খাবার জন্য পরের কাছে হাত পাততে হয়। আনেকে হয়তো আমার কোথাই ভ্ররু ভাজ করবে কিন্তু এটা তো ঠিক আজ ও রাস্তাই বের হলে সহজে পাওয়া আনেক গরীব লোক যাদের বয়স ৭০ পার হয়েছে কিন্তু ভিক্ষা করে। তার সন্তান এর বয়সের ছেলে মেয়েরা তাকে যাতা বলছে। এটা ভেবে লজ্জা পাওয়া ট দূরে থাক নিয়ম বানিয়ে নিয়েছি। আমার সামনে এমন একজন লোক পরেছিল আমে সব সমায়ের মত তাকে যা পেরেছি দিয়েছি।। তাকে দেখে আজ বুজতে পারছি আমরা কতই না ভালো আছি। আমাদের মা বাবা আমাদের কত কিছুই দেয় তার পর ও আমাদের অভিযোগ এর শেষ নেই।
আমরা আনেক লাকি যে আমাদের মাথার উপর এই ২ জনের দোয়া আছে। আর কষ্ট ওই সব লোকের জন্য যারা আমাদের মত ভালো নেই। ভালো থাকো বন্ধু্রা।.........।



Tuesday, 4 March 2014


স্বর্ণা এবং জাহিদ ২ জনের ই বয়স ১৮ ছুঁইছুঁই । তারা হল ফেসবুক ফ্রেন্ড । প্রায় প্রত্যেক দিন ই তাদের কথা হত নেটে । কিছুদিনের ভিতরেই তারা অনেক ঘনিষ্ঠ হয়ে গেল । তারা একে অপরের বেস্ট ফ্রেন্ড রুপে পরিনত হল ।

জাহিদ থাকতো ঢাকায় আর স্বর্ণা থাকতো নওগাঁ তে । তারা সব সময় ই একে অপরের নানান কাজে সাহায্য সহযোগিতা করত ।

তারা আস্তে আস্তে একে অপরকে অনুভব করে খুব স্বাচ্ছন্দ্য বধ করত । দুই জন ই খুব কষ্টে জীবন যাপন করতে থাকল । কারোর মনের কথা মুখ থেকে সহজে বের হচ্ছে না ।
কিন্তু একদিন তারা রাতে কথা বলতেছিল নেট এ

স্বর্ণাঃ আমি তোমাকে কিছু বলতে চাই

জাহিদঃ হ্যাঁ বল

স্বর্ণাঃ আমি তোমাকে ভালবাসি

জাহিদঃ আমিও তোমাকে ভালবাসি

স্বর্ণাঃ না ......... নাহ! ...... আমি এই ভালবাসার কথা বলি নি

জাহিদঃ .................................

জাহিদ তারপর অফলাইন এ চলে গেল , স্বর্ণা বাসার সব কিছু ভাঙ্গা শুরু করে দিল । সব কিছু নস্ত করে দিতে শুরু করল ।

কিন্তু রাতের বেলা জাহিদ স্বর্ণার মোবাইল এ ফোন করল

স্বর্ণাঃ হ্যালো

জাহিদঃ চিনতে পারছ ? আমি ।

স্বর্ণাঃ শোন আমি সত্যি ই অনেক সরি

জাহিদঃ আরে নাহ! কি বল! আমিও তোমাকে ভালবাসি ।

স্বর্ণাঃ সত্যি বলতেছ ?? আমরা তো দেখা করতে পারবনা । আমার বাবা মা আমাকে ঘরের বাহির হতে দেয় না একা একা । তাছাড়া আমার পরীক্ষাও সামনে

জাহিদঃ আমি জানি । আমিও পারবনা ।আমাকেও আমার বাবা মা কখনো একা কথাও যেতে দেয় না ।

তারপর তারা একে অপরকে কথা দিল ।

স্বর্ণাঃ আমাদের কিছু দিন অপেক্ষা করতে হবে । কয়েক বছর পর ছাড়া আমরা দেখা করতে পারবনা । আমার এখন একটু বাহিরে যেতে হবে । i love u

জাহিদঃ i love u tooo

তারপর কয়েক বছর চলে গেল । তারা একে অপরকে আর অনেক ভালবাসতে শুরু করল । তাদের ভালবাসাও ইস্পাতের মত শক্ত হয়ে গেল ।

তারপর একদিন তারা নেটে কথা বলতেছে

স্বর্ণাঃ আমার সব পরীক্ষা শেষ হয়েছে , এবং আমি অনেকটা টাকাও জমিয়েছি আমাদের জন্যে

জাহিদঃ কি বলতেছ!!!!! তুমি কি সত্যি বলতেছ ???

স্বর্ণাঃ হ্যাঁ !

তারপর তারা ২ জন প্লান করল একটি জায়গায় তারা ঘুরতে যাবে ।
এর কিছু দিন পরে ........................ জাহিদ একটি বাস স্টপ এ গিয়ে দারিয়ে রইল । স্বর্ণার আসার জন্যে অপেক্ষা করতে লাগলো । স্বর্ণার বাস টি কিছুখুন বিলম্ব করে ছেড়েছে ।
কিছু খুন পর খবর আসলো নওগাঁ থেকে ঢাকা গামীবাসটি এক্সিডেন্ট করেছে । যেঁই বাস এ স্বর্ণাও ছিল , এবং সেই বাসের সবাই ই মারা যায়

জাহিদ কান্নায় ভেঙ্গে পরল ............ কি করবে কিছুই বুজতে পারল না ।

তারপর জাহিদ বাসায় গেল । গিয়ে একটা ছুরি দিয়ে নিজেকে মেরে ফেলল । পরের দিন তাকে মৃত অবস্থায় পায় তার বাবা মা । এবং তারা স্বর্ণার একটা ছবিও পায় তার হাতে । এবং একটি ছোট্ট কাগজ পায় যাতে লেখা ছিল , " খুব দেরিতে হয়ে গেল আমাদের ভালবাসা "

স্বর্ণার বাসায় তার মা বাবা স্বর্ণার রুম পরিস্কার করার সময় স্বর্ণার টেবিল এ একটা ডাইরি পেল । ডাইরি টা খুলেই তার বাবা মা জাহিদ এর ছবি পেল । এবং ছবিটির পিছনে লেখা ছিল " আমি তোমাকে ঠিক ই দেখব যদি আমি মরে যাই "

জাহিদ এবং স্বর্ণা ২ জন ২ জনকেই দেখল মৃত্যুর পর ।

সত্যিকারের ভালবাসা কখনো মরে না । আর ভালবাসতে জানলে কোন ফেসবুক ই ভালবাসা আটকাতে পারেনা । মানুষের মন দেখে তাকে ভালবাসুন ।
দ্বিতীয় বারের মত ব্রেক আপ করলাম !! 

আমি অনেক টা বদলে গেছি । এখন এর আমির সাথে আগের আমির কোন মিল খুজে পাইনা । সময়ের সাথে মানুষ অনেকটা বদলে যায় । নতুন পরিবেশ , নতুন মানুষ আমাকে আগের দিন থেকে বিচ্ছিন্ন করে দিয়েছে! 
প্রথম বার যখন আমাকে ছেড়ে তুমি চলে গিয়েছিলে , আমার স্পষ্ট মনে আছে , তখন অনেক রাত ছিল । তোমাকে কিছুই বলিনি আমি । জানতে চাইনি কেন আমার সাথে অভিনয় করলে ? সারা টা রাত কেঁদেছি । খাওয়া , ঘুম , পড়ালেখা কিছুতেই মন ছিল না । শুধু আনমনা থাকতাম , একাকীত্ব খুঁজতাম , যখনি একা হতাম নিরবে শুধু চোখের পানি ফেলতাম ।

এইরকম করে অনেক গুল দিন-রাত অতিবাহিত করেছি । অবশেষে আমার কষ্টের দিন গুলো শেষ হল । সময়ের শ্রোতে ভেসগে অনেক খানি বদলে গেলাম আমি । অনেকটা স্বাভাবিক হয়ে উঠলাম । কিন্তু ভাগ্যের কি পরিহাস , আবার দুই বছর পর তোমার সাথে যোগাযোগ , আবার শুরু হল সেই সম্পর্ক , ভেবেছিলাম আবার বুঝি আমার জীবন টা রঙিন হাত এ রাঙিয়ে দিবে তুমি । পরক্ষনে ভয় হত , আগের বার ও তুমি অনেক আশা দিয়েছিলে , অনেক স্বপ্ন দেখিয়েছিলে , তারপর নিজে সব ভেঙ্গে দিলে , এইবার ও যদি এই রকম হয় ?

এই সব কথা ভাবতে না ভাবতেই জানতে পারলাম তুমি শুধু ক্ষণিক এর জন্যে আবার আমার জীবনে আসছ । আগের মত আবার আমার জীবনকে কস্টের কোয়ারে ভাসিয়ে নিয়ে যাবে । আর পারলাম না । নিজেই সম সম্পর্ক শেষ করে দিলাম । আর যেন যোগাযোগ না হয় কোন দিন সেই ব্যাবস্থা করলাম। জানো , কষ্ট টা আমার খুব পরিচিত । সেই আগের বারের মত । কিন্তু কেন জানি কান্না কাটি করলাম না । একা থাকতে চাইনি । সঙ্গী খুঁজেছি । নিজের কোন ক্ষতি করিনি । তোমার ছবি গুলো দেখে একটু আধটু চোখে পানি আসছিল । কিন্তু সামলে নিয়েছি নিজেকে । তোমাকে অনেক প্রশ্ন করার আছে আমার । কিন্তু কিছুই তোমায় বল্ব না । আমার কষ্ট আমার প্রশ্ন , আমার স্বপ্ন আমার কাছেই থাক । ভালো থাকবে বলে সব ছাড়লাম , ভালো থেক তুমি । 
দ্বিতীয় বারের মত ব্রেক আপ
করলাম !!
আমি অনেক টা বদলে গেছি । এখন এর
আমির সাথে আগের আমির কোন মিল
খুজে পাইনা । সময়ের সাথে মানুষ
অনেকটা বদলে যায় । নতুন পরিবেশ ,
নতুন মানুষ আমাকে আগের দিন
থেকে বিচ্ছিন্ন করে দিয়েছে!
প্রথম বার যখন
আমাকে ছেড়ে তুমি চলে গিয়েছিলে ,
আমার স্পষ্ট মনে আছে , তখন অনেক
রাত ছিল । তোমাকে কিছুই
বলিনি আমি । জানতে চাইনি কেন
আমার সাথে অভিনয় করলে ?
সারা টা রাত কেঁদেছি । খাওয়া ,
ঘুম , পড়ালেখা কিছুতেই মন ছিল না ।
শুধু আনমনা থাকতাম , একাকীত্ব
খুঁজতাম , যখনি একা হতাম নিরবে শুধু
চোখের পানি ফেলতাম ।
এইরকম করে অনেক গুল দিন-রাত
অতিবাহিত করেছি । অবশেষে আমার
কষ্টের দিন গুলো শেষ হল । সময়ের
শ্রোতে ভেসগে অনেক
খানি বদলে গেলাম আমি ।
অনেকটা স্বাভাবিক হয়ে উঠলাম ।
কিন্তু ভাগ্যের কি পরিহাস , আবার দুই
বছর পর তোমার সাথে যোগাযোগ ,
আবার শুরু হল সেই সম্পর্ক ,
ভেবেছিলাম আবার বুঝি আমার জীবন
টা রঙিন হাত এ রাঙিয়ে দিবে তুমি ।
পরক্ষনে ভয় হত , আগের বার ও
তুমি অনেক আশা দিয়েছিলে , অনেক
স্বপ্ন দেখিয়েছিলে , তারপর
নিজে সব ভেঙ্গে দিলে , এইবার ও
যদি এই রকম হয় ?
এই সব কথা ভাবতে না ভাবতেই
জানতে পারলাম তুমি শুধু ক্ষণিক এর
জন্যে আবার আমার জীবনে আসছ ।
আগের মত আবার আমার জীবনকে কস্টের
কোয়ারে ভাসিয়ে নিয়ে যাবে । আর
পারলাম না । নিজেই সম সম্পর্ক শেষ
করে দিলাম । আর যেন যোগাযোগ
না হয় কোন দিন সেই
ব্যাবস্থা করলাম। জানো , কষ্ট
টা আমার খুব পরিচিত । সেই আগের
বারের মত । কিন্তু কেন
জানি কান্না কাটি করলাম না ।
একা থাকতে চাইনি । সঙ্গী খুঁজেছি ।
নিজের কোন ক্ষতি করিনি । তোমার
ছবি গুলো দেখে একটু আধটু
চোখে পানি আসছিল । কিন্তু
সামলে নিয়েছি নিজেকে ।
তোমাকে অনেক প্রশ্ন করার আছে আমার
। কিন্তু কিছুই তোমায় বল্ব না ।
আমার কষ্ট আমার প্রশ্ন , আমার স্বপ্ন
আমার কাছেই থাক ।
ভালো থাকবে বলে সব ছাড়লাম ,
ভালো থেক তুমি ।
এক ছেলের Girlfriend খুব
কাঁন্না করতেছে...
তো সে গিয়ে তার Girlfriend এর চোখের
পানি মুছে দিয়ে তাকে জড়িয়ে ধরল...
.......ছেলেটি জড়িয়ে ধরার পর
... মেয়েটি আরো জোরে জোরে কাঁদতে লাগল...
ছেলেটি অবাক হয়ে প্রশ্ন করল, আবার
কাঁদছ কেন???
মেয়েটি বলল আমার প্রত্যেক
ফোঁটা চোখের
পানির
বিনিময়ে যদি তুমি আমাকে এভাবে জড়িয়ে ধরো
তাহলে সারা জীবন
ধরে আমি কাঁদতে রাজি..

Friday, 28 February 2014

ক্লোজ আপ  এর ছোট গল্প নিয়ে নাটক কথা বন্ধু মিথিলা, ভালোবাসা নিয়ে নাটক গুলা মনটাকে ভালো করে দেয়।  ভালোবাসা কি এমন। নীল আকাশের রং যেমন কিছু সমায় পর পর বদলাই ভালোবাসা তেমন হাসি কান্না সব নিয়ে আকাশের বুকে জমা হয়ে থাকে ধীরে ধীরে ভালোবাসার ও রং বদলাই। না ভালোবাসা এমন না, সত্যিকার ভালোবাসা এমন না। এ ভালোবাসা তে শুধু দুই জন দুই কে পাবার আসা থাকে। এমন ভালোবাসা আবার সবার কপালে থাকে না, ছোট ছোট গল্প ছোট ছোট ভালোবাসা।

এমন এক ভালোবাসা সব ছেলে আর মেয়ে আশা করে কিন্তু সবাই সফল হয় না। আসো আমরা যারা সফল হয়েছি তাদের গল্প শুনি..................

Thursday, 27 February 2014

ভালোবাসা ...
                 এটা এমন একটা অনুভুতী যে হয়তো কাওকে ভালো না বাসলে, কাওকে এতটা কাছে থেকে না জানলে হয়তো অনুভব করতে পারতাম না কখনো। তবে আমার জীবনে ভালোবাসা কষ্ট যে দেয়নি তা না। দিয়েছে......আনেক কষ্ট দিয়েছে। কিন্তএই ভালোবাসাই আমাকে আবার এই কষ্ট থেকে  বের হওয়ার পথ ও দেখিয়ে দিয়েছ আমার সম্পূন জীবনটাকে এলোমেলো করে দিয়ে আবার নতুন করে সাজানোর শক্তি দিয়েছে। আমাকে শিখিয়েছে, না বলতে গেলে বাধ্য করেছে নিজের কথা ছাড়া। ও একজন সম্পূন অপরিচিত একজন মানুষ এর চোখের দিকে তাকিয়ে তাকে নিয়ে সারাটা জীবন পারি দিতে , তার কথা ভাবতে। তার হাসি কান্না সব কিছুকে আপন করে নিতে। আর তাই তো বলি-
                                 
                                                            ভালোবাসা তোমায় ভেবে, লিখি কবিতা...
                                             

                                                                                                              

Wednesday, 26 February 2014




ভালবাসার মানুষ যতই কষ্ট দিক না কেন ,
তার কথা দিনে একবার হলেও আপনার মনে পড়বেই ।
এর ফলেই বুঝা যায় আপনি তাকে আজও ভুলতে পারেননি ।

Tuesday, 25 February 2014

1. ভালবাসা একটি সাময়িক সমাধি #প্লেটো

2. প্রেমের আনন্দ থাকে শুধু সল্পক্ষন 
প্রমের ব্যাদনা থাকে সমস্ত জীবন #রবিন্দ্রনাথ

3. হে বর্ষা, এত বেশী ঝরোনা যে আমার প্রেয়সী আমার কাছে আসতে না পারে । ও এসে যাওয়ার পর এত মুষলধারায় ঝরো যেন ও যেতেই না পারে ।

4. ভালবাসার জন্য যার পতন হয়, বিধাতার কাছে সে আকাশের উজ্জল তারার মত উজ্জল ।#বেন জনসন

5. ভালবাসার অর্থ হলো যাকে তুমি ভালবাসো তার মত জীবন যাপন করা ।#টলস্টয়

6. নারীর প্রেমে মিলনের সুর বাজে , আর পুরুষের প্রেমে বিচ্ছেদের বেদনা ।#রবিন্দ্রনাথ

7 . যৌবনে যার জীবনে প্রেম এলোনা তার জীবন বৃথা । #শংকর

8 . প্রেম হল সিগারেটের মতো , যার আরাম্ভ হল অগ্নি দিয়ে আর শেষ পরিনতি ছাইয়েতে । #বার্নার্ডশ

9 . প্রেম ও হাসি ছাড়া আমাদের জীবনে প্রকৃত কোন আনন্দ নাই । তাই যদি বাচার আনন্দ নিয়ে বাচতে হয় তবে প্রেম ও হাসির মধ্য দিয়ে বাচতে হবে । #হোরেস

10. ভালবাসা আচ্ছাদন নয় বরং চোখের জল । #ইমারসন

11. ভালবাসা কৈশরের বিস্ময় যৌবনের নেশা এবং বার্ধক্যের সুখ স্মৃতি ।

12. ভালবাসা যা দেয় তার চেয়ে বেশী কেড়ে নেয় । #টেনিসন

13. ভালবাসা তালাবদ্ধ হ্রদয়ের দরজা মুহূর্তে খুলে দেয় ।#টমাস

14. পুরুষ অনে ঠেকে , অনেক ঘা খেয়ে ভালবাসতে শেখে ।#রবীন্দ্রনাথ

15. সত্যিকারের ভালবাসার তার পাত্র বা পাত্রীকে সুস্থ ও সুখী দেখতে চায় ।#শরত্‍চন্দ্র

16. প্রেম মানুষকে সংযমী , চরিত্রবান , বলবান , সাধনার দৃঢ়বান করে , যুবককে সংগ্রামশীল , মসত্‍ ও গৌরবশীল করে ।#লুত্‍ফর রসমান

17 প্রেম মানুষকে সকল প্রকার হতাশা থেকে রক্ষা করে ।#

18. তুমি না এলে একশ ভাবে মরন কে ডাকতে পারি । মৃত্যু তো তোমার মত কঠিন হৃদয় নয় যে ডাকলেও সে আসবে না ।

19 মেয়ে মানুষের ভালবাসা সবুর করতে পারেনা , বিধাতা তার হাতে সে অবসর দেননি ।#রবীন্দ্রনাথ

20. কামনা একটা প্রবল সাময়িক উত্তেজনা আর প্রেম হচ্ছে ধীর প্রশান্ত ও চিরন্তন ।#কাজী নজরুল

21. তুমি আমায় ভালবাস তাই তো আমি কবি 

আমার এ রূপ সে যে তোমার ভালবাসার ছবি । #কাজী নজরুল

22. রঙিন ঠোটের সরুলতা হতে একটি চুমুরে ছিড়ে 
বেধে রাখা যায় রূপহীন সেই ভালবাসার কথাটিরে ।#জসীমউদ্দিন 

23. চলো যাই প্রেম আর বিশ্বাসের আলো হাতে 
নিয়ে এগিয়ে পেরিয়ে যাই ঘৃনার নদীর সাঁকো ।#আহসান হাবিব

Saturday, 22 February 2014



যে সত্যিকারের ভালবাসতে জানে,
সে তার প্রিয় মানুষটির
কান্নাকে আপন করে নিতে পারে।
যে সত্যিকারের ভালবাসতে জানে,
সে হাজারও কষ্টের মাঝে সেই
মানুষটিকে সুখী রাখতে পারে।
যে সত্যিকারের ভালবাসতে জানে,
সে কখনো তার ভালবাসার
মানুষটিকে ছেড়ে যেতে পারেনা!
আর যে মানুষটি ছেড়ে চলে যায়,
সে কখনো ভালবাসার যোগ্য মানুষ ছিলো না।