যে সত্যিকারের ভালবাসতে জানে,
সে তার প্রিয় মানুষটির
কান্নাকে আপন করে নিতে পারে।
যে সত্যিকারের ভালবাসতে জানে,
সে হাজারও কষ্টের মাঝে সেই
মানুষটিকে সুখী রাখতে পারে।
যে সত্যিকারের ভালবাসতে জানে,
সে কখনো তার ভালবাসার
মানুষটিকে ছেড়ে যেতে পারেনা!
আর যে মানুষটি ছেড়ে চলে যায়,
সে কখনো ভালবাসার যোগ্য মানুষ ছিলো না।
No comments:
Post a Comment