ভালোবাসা ...
এটা এমন একটা অনুভুতী যে হয়তো কাওকে ভালো না বাসলে, কাওকে এতটা কাছে থেকে না জানলে হয়তো অনুভব করতে পারতাম না কখনো। তবে আমার জীবনে ভালোবাসা কষ্ট যে দেয়নি তা না। দিয়েছে......আনেক কষ্ট দিয়েছে। কিন্তএই ভালোবাসাই আমাকে আবার এই কষ্ট থেকে বের হওয়ার পথ ও দেখিয়ে দিয়েছ আমার সম্পূন জীবনটাকে এলোমেলো করে দিয়ে আবার নতুন করে সাজানোর শক্তি দিয়েছে। আমাকে শিখিয়েছে, না বলতে গেলে বাধ্য করেছে নিজের কথা ছাড়া। ও একজন সম্পূন অপরিচিত একজন মানুষ এর চোখের দিকে তাকিয়ে তাকে নিয়ে সারাটা জীবন পারি দিতে , তার কথা ভাবতে। তার হাসি কান্না সব কিছুকে আপন করে নিতে। আর তাই তো বলি-
ভালোবাসা তোমায় ভেবে, লিখি কবিতা...
No comments:
Post a Comment