তোমার ভালোবাসা আজ ক্যামন আছে খোঁজ রাখো না, অন্য কারোর বুকে হয়ত ভালো আছো তুমি। সে ভালো নাই, যদি পারো এক বার চোখ বুজে ভেবে দেখো। আমি দেখেছি আজ ও সে একা একা সবার আড়ালে গিয়ে তোমার জন্য কান্না করে............এই কথা জেনে কি তোমার নিজের প্রতি ঘৃনা হয় না ।
No comments:
Post a Comment