ভালোবাসা,
আনেক দিন হল তোমার সাথে ভালো করে কথা বলা হয় না, আমার পর আনেক রাগ তোমার আমি জানি কিন্তু তোমাকে বুজতে দি না, কেন জানো তাহলে তোমার ওই মিষ্টি ভালোবাসা যে আমি মিস করবো। আজ জানো তোমার জন্য আনেক রাগ জমিয়ে রেখেছি, কেন তুমি এসে আমার সাথে ঝগড়া কর না। কেন আমাকে বুকে জরিয়ে ধরে বল না তুমি আনেক শয়তান,কুত্তা আমাকে শুধু কষ্ট দাও।
আনেক মিস করছি সোনা তোমাকে, আনেক তো কষ্ট দিলে তোমার জান কে, তোমার সাথে কথা বলার জন্য মনটা আনেক কান্না করছে, আমার কান্না তো সবাই শোনে তুমি কি শুনতে পাও না। জানি না আজ কেমন আছো, কথাই আছো, আমার কথা কি ভুলে গেছো। যদি ভুলে যাও তবে আমার কিছু বলার নাই।
যার কাছে আছো ভালো থাকো.......................................।
No comments:
Post a Comment