স্বপ্নের ভালোবাসা হচ্ছে এমন ভালোবাসা যাকে স্বপ্নের ভিতর খুজে পাওয়া যাই, স্বপ্নের মানুষ যখন আপনার হৃদয় ভেঙ্গে দেয় আবাক বিষয় হচ্চে আপনি সেই হৃদয়ের প্রতিটি ভাঙ্গা টুকরো দিয়ে তাকে ভালবাসেন. এটাই তো স্বপ্নের ভালোবাসা (Dream of love).
Saturday, 22 February 2014
ভালোবাসা কখনও শেষ হয়না।
ভালোবাসা কখনও শেষ হয়না। এটা কেবল একরূপ থেকে অন্য রূপে বদলায়। আমি জানিনা আমার ভালোবাসা কতটা সার্থক ছিল তোমার কাছে , তবে এটুকু বলতে পারি এতে নেই কোন মিথ্যা, নেই কোন ছলনা। ভালোবাসা ছাড়া এই পৃথিবীতে সব কিছুই পরিবর্তনশীল। এই বদলে যাওয়ার পিছনেওভালোবাসাই কাজ করে , তাইতো আজ তুমি বদলে গেছো। সব কিছুর সাথে সাথে তোমার ভালোবাসার মানুষকেও পরিবর্তন করেছো। এক বারও ভাবোনি তোমার এই পরিবর্তন আর অবেহেলিত ভালোবাসা আমার জীবনকেও কতটাপরিবর্তন করবে ? তবুও বলবো তোমাকে আজওভালোবাসি , ভালবাসতাম , ভালবাসবো....
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment