ক্লোজ আপ এর ছোট গল্প নিয়ে নাটক কথা বন্ধু মিথিলা, ভালোবাসা নিয়ে নাটক গুলা মনটাকে ভালো করে দেয়। ভালোবাসা কি এমন। নীল আকাশের রং যেমন কিছু সমায় পর পর বদলাই ভালোবাসা তেমন হাসি কান্না সব নিয়ে আকাশের বুকে জমা হয়ে থাকে ধীরে ধীরে ভালোবাসার ও রং বদলাই। না ভালোবাসা এমন না, সত্যিকার ভালোবাসা এমন না। এ ভালোবাসা তে শুধু দুই জন দুই কে পাবার আসা থাকে। এমন ভালোবাসা আবার সবার কপালে থাকে না, ছোট ছোট গল্প ছোট ছোট ভালোবাসা।
এমন এক ভালোবাসা সব ছেলে আর মেয়ে আশা করে কিন্তু সবাই সফল হয় না। আসো আমরা যারা সফল হয়েছি তাদের গল্প শুনি..................
No comments:
Post a Comment