Saturday, 22 February 2014

ভালবাসা কি ?





কেউ যদি বলে আমায় ভালবাসা কি ? কেমন তার রং ? এই ভালবাসার কি রং হতে পারে তা আমার জানা নেই। আসলে ভালবাসার বর্ননা তার প্রকাশ ভঙ্গি একেক জনের কাছে একেক রকম। হৃদয়ের ক্যানভাসে ভালবাসাকে একেকজন একেক রং দিয়ে একেঁ থাকে। ভালবাসা আপেক্ষিক কিছু যা ছোঁয়া যায়না দেখা যায় না শুধু অনুভব করা যায়। কেউ বলে ভালবাসার রং নীল। কিন্তু আমি বলি এর প্রকৃত কোনো নির্দিষ্ট রং নেই। এটা বর্ণিল। তাকে যে পাত্রে রাখা হয় সে বর্ণই ধারন করে । এর রুপ, রস গন্ধ কিছুই নেই। আছে শুধু হরেক রকমের উপমা। ভালবাসা চারটি অক্ষরের একট মিষ্টি মধুর নাম। একটি হৃদয়ের আশা কিছু ত্যাগ করা কিছু গ্রহন করা। কিছু পাওয়া এবং কিছু হারানো। অফুরন্ত আনন্দ ও দুঃখ। ভালবাসা জীবনকে পুর্ন করে ; হাঁসায় এবং কাঁদায়। ভালবাসা হৃদয়ের অস্তিত্বকে বলে দেয় জীবন ভালবাসার জন্যই এবং ভালবাসা বলে দেয় মনের কথা। ভালবাসা হচ্ছে না বলা কিছু কথা। হৃদয়ের যন্ত্রনা। বুকের ভিতর একটি গোপন ব্যাথা। পাথরের বুকে ফুল ফুটানোর আশায় পথচেয়ে থাকা। অলস দুপুরে দিবাস্বপ্ন ; রাতে আকাশের পানে চেয়ে প্রিয় মুখ মনে করে ক’ফোঁটা অশ্রু ঝরে পড়া; আর তাকে দেয়া লাল গোলাপ। ভালবাসা নামক কোকিলটি কখনো চুপিসারে কানে কানে বলে দেয়—ভালবাসি শুধু তোমায়। শুধু উপলব্দি করতে পারি। ভালবাসা হচ্ছে শরতের সাদা কাশফুলের শুভ্র ছোঁয়া। ভালবাসা হচ্ছে গোলাপি মদের গ্লাস। ঠোটে শূন্যতার চুম্বন কখনো বা ব্যাথার নীল সোয়েটার ভিজে উঠে বুকের চাপ চাপ কষ্টের জলে। নির্দয় ভাবে বেঁচে থাকা।

ভালবাসা মানে কোনো শব্দ ছাড়াই অনেক কথা বলা। হাজার মাইল দূরে থেকেও যেনো কাছাকাছি থাকা। টেলিফোন ধরে ‘হ্যালো’ শুনে চুপ করে থাকা। একক অর্থে ভালবাসা আসলে কি কেমনই বা তার রং….. 

No comments:

Post a Comment