Tuesday, 4 March 2014

দ্বিতীয় বারের মত ব্রেক আপ করলাম !! 

আমি অনেক টা বদলে গেছি । এখন এর আমির সাথে আগের আমির কোন মিল খুজে পাইনা । সময়ের সাথে মানুষ অনেকটা বদলে যায় । নতুন পরিবেশ , নতুন মানুষ আমাকে আগের দিন থেকে বিচ্ছিন্ন করে দিয়েছে! 
প্রথম বার যখন আমাকে ছেড়ে তুমি চলে গিয়েছিলে , আমার স্পষ্ট মনে আছে , তখন অনেক রাত ছিল । তোমাকে কিছুই বলিনি আমি । জানতে চাইনি কেন আমার সাথে অভিনয় করলে ? সারা টা রাত কেঁদেছি । খাওয়া , ঘুম , পড়ালেখা কিছুতেই মন ছিল না । শুধু আনমনা থাকতাম , একাকীত্ব খুঁজতাম , যখনি একা হতাম নিরবে শুধু চোখের পানি ফেলতাম ।

এইরকম করে অনেক গুল দিন-রাত অতিবাহিত করেছি । অবশেষে আমার কষ্টের দিন গুলো শেষ হল । সময়ের শ্রোতে ভেসগে অনেক খানি বদলে গেলাম আমি । অনেকটা স্বাভাবিক হয়ে উঠলাম । কিন্তু ভাগ্যের কি পরিহাস , আবার দুই বছর পর তোমার সাথে যোগাযোগ , আবার শুরু হল সেই সম্পর্ক , ভেবেছিলাম আবার বুঝি আমার জীবন টা রঙিন হাত এ রাঙিয়ে দিবে তুমি । পরক্ষনে ভয় হত , আগের বার ও তুমি অনেক আশা দিয়েছিলে , অনেক স্বপ্ন দেখিয়েছিলে , তারপর নিজে সব ভেঙ্গে দিলে , এইবার ও যদি এই রকম হয় ?

এই সব কথা ভাবতে না ভাবতেই জানতে পারলাম তুমি শুধু ক্ষণিক এর জন্যে আবার আমার জীবনে আসছ । আগের মত আবার আমার জীবনকে কস্টের কোয়ারে ভাসিয়ে নিয়ে যাবে । আর পারলাম না । নিজেই সম সম্পর্ক শেষ করে দিলাম । আর যেন যোগাযোগ না হয় কোন দিন সেই ব্যাবস্থা করলাম। জানো , কষ্ট টা আমার খুব পরিচিত । সেই আগের বারের মত । কিন্তু কেন জানি কান্না কাটি করলাম না । একা থাকতে চাইনি । সঙ্গী খুঁজেছি । নিজের কোন ক্ষতি করিনি । তোমার ছবি গুলো দেখে একটু আধটু চোখে পানি আসছিল । কিন্তু সামলে নিয়েছি নিজেকে । তোমাকে অনেক প্রশ্ন করার আছে আমার । কিন্তু কিছুই তোমায় বল্ব না । আমার কষ্ট আমার প্রশ্ন , আমার স্বপ্ন আমার কাছেই থাক । ভালো থাকবে বলে সব ছাড়লাম , ভালো থেক তুমি । 

No comments:

Post a Comment