স্বপ্নের ভালোবাসা হচ্ছে এমন ভালোবাসা যাকে স্বপ্নের ভিতর খুজে পাওয়া যাই, স্বপ্নের মানুষ যখন আপনার হৃদয় ভেঙ্গে দেয় আবাক বিষয় হচ্চে আপনি সেই হৃদয়ের প্রতিটি ভাঙ্গা টুকরো দিয়ে তাকে ভালবাসেন. এটাই তো স্বপ্নের ভালোবাসা (Dream of love).
Tuesday, 25 March 2014
সবাইকে সালাম আমার, আশা করি সবাই আমার থেকে ভালো আছো । অনেক দিন পর আবার বাসাই ঠাণ্ডা হয়ে বসে আছি তাই ভাবলাম কিছু একটা করি আর তাইতো আমার বিরক্তি কর লিখা লিকলাম ।
আজ সেই ২৫শে মার্চ ভয়াল কাল রাত কিন্তু রাত যে শুরু হবে বাংলাদেশের এর খেলা দিয়ে। আজ দলে ফিরছে মারশফি, সোহাগ গাজী, জিয়া। এই তিন এমন কিছু না তবে এরা আসাতে বাংলাদেশ দলটা আনেকটা সুন্দর হয়েছে। আজ আমাদের ১১ সেনা ওয়েস্ট সেনাদের এর জন্য ওয়েট করছে ব্যাট আর বল নিয়ে। সোনার সেনার জন্য কাল আবার বাংলাদেশ সরকার লাখ মানুষ রেডি রেখেছে তাদের বরন করবো আমাদের জাতীয় সংগীত গেয়ে। আমাদের এই স্বপ্ন যেন এই কালো রাতে হারিয়ে যাই আসুন আমরা সবাই দোয়া করি।আশা করবো আজকের জয় যদি হয় আমাদের বাংলাদেশ দল জয়টা লাখ মুক্তিযোদ্ধা দের নামে উংসগ করে। আর একটা ভবিষ্যৎ বাণী দিই ভালো লাগলে লইকে দিবেন আমার সাথে, আজ কনফরম বাংলাদেশ জিতবে। জয় বাংলা। জয় বাংলাদেশ।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment