Tuesday, 4 March 2014


স্বর্ণা এবং জাহিদ ২ জনের ই বয়স ১৮ ছুঁইছুঁই । তারা হল ফেসবুক ফ্রেন্ড । প্রায় প্রত্যেক দিন ই তাদের কথা হত নেটে । কিছুদিনের ভিতরেই তারা অনেক ঘনিষ্ঠ হয়ে গেল । তারা একে অপরের বেস্ট ফ্রেন্ড রুপে পরিনত হল ।

জাহিদ থাকতো ঢাকায় আর স্বর্ণা থাকতো নওগাঁ তে । তারা সব সময় ই একে অপরের নানান কাজে সাহায্য সহযোগিতা করত ।

তারা আস্তে আস্তে একে অপরকে অনুভব করে খুব স্বাচ্ছন্দ্য বধ করত । দুই জন ই খুব কষ্টে জীবন যাপন করতে থাকল । কারোর মনের কথা মুখ থেকে সহজে বের হচ্ছে না ।
কিন্তু একদিন তারা রাতে কথা বলতেছিল নেট এ

স্বর্ণাঃ আমি তোমাকে কিছু বলতে চাই

জাহিদঃ হ্যাঁ বল

স্বর্ণাঃ আমি তোমাকে ভালবাসি

জাহিদঃ আমিও তোমাকে ভালবাসি

স্বর্ণাঃ না ......... নাহ! ...... আমি এই ভালবাসার কথা বলি নি

জাহিদঃ .................................

জাহিদ তারপর অফলাইন এ চলে গেল , স্বর্ণা বাসার সব কিছু ভাঙ্গা শুরু করে দিল । সব কিছু নস্ত করে দিতে শুরু করল ।

কিন্তু রাতের বেলা জাহিদ স্বর্ণার মোবাইল এ ফোন করল

স্বর্ণাঃ হ্যালো

জাহিদঃ চিনতে পারছ ? আমি ।

স্বর্ণাঃ শোন আমি সত্যি ই অনেক সরি

জাহিদঃ আরে নাহ! কি বল! আমিও তোমাকে ভালবাসি ।

স্বর্ণাঃ সত্যি বলতেছ ?? আমরা তো দেখা করতে পারবনা । আমার বাবা মা আমাকে ঘরের বাহির হতে দেয় না একা একা । তাছাড়া আমার পরীক্ষাও সামনে

জাহিদঃ আমি জানি । আমিও পারবনা ।আমাকেও আমার বাবা মা কখনো একা কথাও যেতে দেয় না ।

তারপর তারা একে অপরকে কথা দিল ।

স্বর্ণাঃ আমাদের কিছু দিন অপেক্ষা করতে হবে । কয়েক বছর পর ছাড়া আমরা দেখা করতে পারবনা । আমার এখন একটু বাহিরে যেতে হবে । i love u

জাহিদঃ i love u tooo

তারপর কয়েক বছর চলে গেল । তারা একে অপরকে আর অনেক ভালবাসতে শুরু করল । তাদের ভালবাসাও ইস্পাতের মত শক্ত হয়ে গেল ।

তারপর একদিন তারা নেটে কথা বলতেছে

স্বর্ণাঃ আমার সব পরীক্ষা শেষ হয়েছে , এবং আমি অনেকটা টাকাও জমিয়েছি আমাদের জন্যে

জাহিদঃ কি বলতেছ!!!!! তুমি কি সত্যি বলতেছ ???

স্বর্ণাঃ হ্যাঁ !

তারপর তারা ২ জন প্লান করল একটি জায়গায় তারা ঘুরতে যাবে ।
এর কিছু দিন পরে ........................ জাহিদ একটি বাস স্টপ এ গিয়ে দারিয়ে রইল । স্বর্ণার আসার জন্যে অপেক্ষা করতে লাগলো । স্বর্ণার বাস টি কিছুখুন বিলম্ব করে ছেড়েছে ।
কিছু খুন পর খবর আসলো নওগাঁ থেকে ঢাকা গামীবাসটি এক্সিডেন্ট করেছে । যেঁই বাস এ স্বর্ণাও ছিল , এবং সেই বাসের সবাই ই মারা যায়

জাহিদ কান্নায় ভেঙ্গে পরল ............ কি করবে কিছুই বুজতে পারল না ।

তারপর জাহিদ বাসায় গেল । গিয়ে একটা ছুরি দিয়ে নিজেকে মেরে ফেলল । পরের দিন তাকে মৃত অবস্থায় পায় তার বাবা মা । এবং তারা স্বর্ণার একটা ছবিও পায় তার হাতে । এবং একটি ছোট্ট কাগজ পায় যাতে লেখা ছিল , " খুব দেরিতে হয়ে গেল আমাদের ভালবাসা "

স্বর্ণার বাসায় তার মা বাবা স্বর্ণার রুম পরিস্কার করার সময় স্বর্ণার টেবিল এ একটা ডাইরি পেল । ডাইরি টা খুলেই তার বাবা মা জাহিদ এর ছবি পেল । এবং ছবিটির পিছনে লেখা ছিল " আমি তোমাকে ঠিক ই দেখব যদি আমি মরে যাই "

জাহিদ এবং স্বর্ণা ২ জন ২ জনকেই দেখল মৃত্যুর পর ।

সত্যিকারের ভালবাসা কখনো মরে না । আর ভালবাসতে জানলে কোন ফেসবুক ই ভালবাসা আটকাতে পারেনা । মানুষের মন দেখে তাকে ভালবাসুন ।

No comments:

Post a Comment