বন্ধুরা.........
আমরা কেও কেও চাকুরি করি কেও বা স্টুডেন্টস...তবে যে লাইন এ আছি সবাই আনেক বেশী ভালো আছি......।।
এটা ঠিক যে সবারই কিছু প্রবলেম থাকে বা থাকতে পারে। একটা কথা কি আমরা ভেবে দেখেছি, যদি এমন হত যে আমার বয়স ৭০ এর উপরে জীবনের আনেক সমাই পার করেছি কিন্তু কিছু পাইনি তিন বেলা খাবার জন্য পরের কাছে হাত পাততে হয়। আনেকে হয়তো আমার কোথাই ভ্ররু ভাজ করবে কিন্তু এটা তো ঠিক আজ ও রাস্তাই বের হলে সহজে পাওয়া আনেক গরীব লোক যাদের বয়স ৭০ পার হয়েছে কিন্তু ভিক্ষা করে। তার সন্তান এর বয়সের ছেলে মেয়েরা তাকে যাতা বলছে। এটা ভেবে লজ্জা পাওয়া ট দূরে থাক নিয়ম বানিয়ে নিয়েছি। আমার সামনে এমন একজন লোক পরেছিল আমে সব সমায়ের মত তাকে যা পেরেছি দিয়েছি।। তাকে দেখে আজ বুজতে পারছি আমরা কতই না ভালো আছি। আমাদের মা বাবা আমাদের কত কিছুই দেয় তার পর ও আমাদের অভিযোগ এর শেষ নেই।
আমরা আনেক লাকি যে আমাদের মাথার উপর এই ২ জনের দোয়া আছে। আর কষ্ট ওই সব লোকের জন্য যারা আমাদের মত ভালো নেই। ভালো থাকো বন্ধু্রা।.........।
No comments:
Post a Comment