আমি বাবা মায়ের শতও
আদরের মেয়ে
আমি বড় হই, সকলের
ভালবাসা নিয়ে
আমার দুচোখে অনেক
স্বপ্ন থাকে
আমি পড়ালেখা শিখতে চাই।
যদি চার দেয়ালের
মাঝে কাটে সারাজীবন
তাহলে থাকবো, শুধু
বোঝা হয়ে
শিক্ষা আমায়
মুক্তি দেবে,
মুক্তি দেবে।
আমি তো কালকের
খুশি আর আশা
আমারও তো সাধ আছে,
আছে অভিলাষা
ঘরে বেঁধে রেখো না,
নিয়ে যাও এগিয়ে...
আমি বাবা মায়ের শত
ও আদরের মেয়ে
আমি বড় হই, সকলের
ভালবাসা নিয়ে
আমার দুচোখে অনেক
স্বপ্ন থাকে
আমি পড়ালেখা শিখতে চাই!!!
No comments:
Post a Comment