ভালোবাসার মানুষটি সত্যিই সবার
থেকে আলাদা । সে যেনো সবার
মাঝে থেকেও সবার ওপরে !
চোখ বন্ধ করলেও তার অস্তিত্ব
ভেসে ওঠে চোখের সামনে ।
তাকে জড়িয়ে ধরার মূহুর্ত ... উফ্ ! সে এক
অসাধারণ অনুভব ।
তার কপালে আলতো করে চুমু
করে তাকে " i love you " বলার পর
যখন প্রতি উত্তরে তার মুখ থেকে " i
love you too " শুনি তখন মনে হয় এটাই পৃথিবীর
সেরা বাক্য !
তার হাতটি ধরে বহুধুর চলার পরও
মনে হয় যেনো এই মাত্রই তো হাঁটা শুরু
করলাম, আরো অনেক পথ পেরোলেও তখন
ক্লান্তি গ্রাস করবে না । তার ছোট ছোট কথায় রাগ -অভিমান
করা, নাক ফুলে লাল হয়ে যাওয়ার পর
যেনো
তাকে আরও বেশি সুন্দর লাগে ।
তখন মনে হয় তাকে এই বুকের মাঝেই
সারাটি জীবন জড়িয়ে রাখি । আমি ভূল করলে তাকে sorry বলতেও
খারাপ লাগে না । কারণ sorry
বলা মানে তার কাছে ছোট হওয়া নয়,
বরং সর্ম্পক টা কেই সবকিছুর
উর্ধ্বে দেখা ।
মাঝে মাঝে গলা ফাটিয়ে চিত্কার করে বলতে ইচ্ছে করে " অনেক
বেশি ভালোবাসি তোমাকে, অনেক
বেশি "
স্বপ্নের ভালোবাসা হচ্ছে এমন ভালোবাসা যাকে স্বপ্নের ভিতর খুজে পাওয়া যাই, স্বপ্নের মানুষ যখন আপনার হৃদয় ভেঙ্গে দেয় আবাক বিষয় হচ্চে আপনি সেই হৃদয়ের প্রতিটি ভাঙ্গা টুকরো দিয়ে তাকে ভালবাসেন. এটাই তো স্বপ্নের ভালোবাসা (Dream of love).
Friday, 28 March 2014
Tuesday, 25 March 2014
সবাইকে সালাম আমার, আশা করি সবাই আমার থেকে ভালো আছো । অনেক দিন পর আবার বাসাই ঠাণ্ডা হয়ে বসে আছি তাই ভাবলাম কিছু একটা করি আর তাইতো আমার বিরক্তি কর লিখা লিকলাম ।
আজ সেই ২৫শে মার্চ ভয়াল কাল রাত কিন্তু রাত যে শুরু হবে বাংলাদেশের এর খেলা দিয়ে। আজ দলে ফিরছে মারশফি, সোহাগ গাজী, জিয়া। এই তিন এমন কিছু না তবে এরা আসাতে বাংলাদেশ দলটা আনেকটা সুন্দর হয়েছে। আজ আমাদের ১১ সেনা ওয়েস্ট সেনাদের এর জন্য ওয়েট করছে ব্যাট আর বল নিয়ে। সোনার সেনার জন্য কাল আবার বাংলাদেশ সরকার লাখ মানুষ রেডি রেখেছে তাদের বরন করবো আমাদের জাতীয় সংগীত গেয়ে। আমাদের এই স্বপ্ন যেন এই কালো রাতে হারিয়ে যাই আসুন আমরা সবাই দোয়া করি।আশা করবো আজকের জয় যদি হয় আমাদের বাংলাদেশ দল জয়টা লাখ মুক্তিযোদ্ধা দের নামে উংসগ করে। আর একটা ভবিষ্যৎ বাণী দিই ভালো লাগলে লইকে দিবেন আমার সাথে, আজ কনফরম বাংলাদেশ জিতবে। জয় বাংলা। জয় বাংলাদেশ।
Monday, 24 March 2014
ভালোবাসা ও পছন্দের মধ্যে পার্থক্য
ভালোবাসা ও পছন্দের মধ্যে পার্থক্য কি জানেন?
যাকে আপনি ভালবাসেন তার সামনে আপনার হার্টবিট বেড়ে যাবে…
কিন্তু যাকে আপনি পছন্দ করেন তাকে দেখে আপনি খুশি হবেন…
যাকে আপনি ভালবাসেন তার সামনে থাকলে শীত কালকে বসন্ত মনে হবে…
আর যাকে পছন্দ করেন তার সামনে শীতকালকে শুধু সুন্দর শীত বলেই মনে হবে…
যাকে ভালবাসেন তাকে আপনার মনের সব কথাবলতে পারবেন না…
কিন্তু যাকে পছন্দ করবেন তাকে বলতে পারবেন…
যাকে ভালো বাসেন তার সামন
ে আপনি লজ্জাপাবেন…
আর যাকে পছন্দ করেন তার কাছে আপনি নিজেকে উপস্থাপন করতে চাইবেন…
যখন আপনার ভালোবাসার মানুষ কাদবে আপনি তার সাথে কাদবেন..
কিন্তু যাকে পছন্দ করেন সে কান্না থামালে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করবেন...
যদি আপনি আপনার পছন্দের মানুষ কে ভুলেযেতে চান তাহলে শুধু আপনার চোখ বন্ধ করে তার থেকে ফিরিয়ে নিলেই চলবে...
কিন্তু
যদি ভালবাসাকে ভোলার জন্য চোখ বন্ধ করেন আপনার ভালোবাসা কান্না হয়ে ঝড়ে পড়বে…সে আপনার হৃদয়ে থেকে যাবে…সারা জীবন...
যাকে আপনি ভালবাসেন তার সামনে আপনার হার্টবিট বেড়ে যাবে…
কিন্তু যাকে আপনি পছন্দ করেন তাকে দেখে আপনি খুশি হবেন…
যাকে আপনি ভালবাসেন তার সামনে থাকলে শীত কালকে বসন্ত মনে হবে…
আর যাকে পছন্দ করেন তার সামনে শীতকালকে শুধু সুন্দর শীত বলেই মনে হবে…
যাকে ভালবাসেন তাকে আপনার মনের সব কথাবলতে পারবেন না…
কিন্তু যাকে পছন্দ করবেন তাকে বলতে পারবেন…
যাকে ভালো বাসেন তার সামন
ে আপনি লজ্জাপাবেন…
আর যাকে পছন্দ করেন তার কাছে আপনি নিজেকে উপস্থাপন করতে চাইবেন…
যখন আপনার ভালোবাসার মানুষ কাদবে আপনি তার সাথে কাদবেন..
কিন্তু যাকে পছন্দ করেন সে কান্না থামালে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করবেন...
যদি আপনি আপনার পছন্দের মানুষ কে ভুলেযেতে চান তাহলে শুধু আপনার চোখ বন্ধ করে তার থেকে ফিরিয়ে নিলেই চলবে...
কিন্তু
যদি ভালবাসাকে ভোলার জন্য চোখ বন্ধ করেন আপনার ভালোবাসা কান্না হয়ে ঝড়ে পড়বে…সে আপনার হৃদয়ে থেকে যাবে…সারা জীবন...
Sunday, 16 March 2014
শেষ চিঠি.........ভালোবাসা।
নীল,
কেমন আছ তুমি? কোথায় আছ আছ তুমি, তার খোঁজ এখন আর করিনা।যার বাস মনে তাকে বাইরে খোঁজা খুঁজি করে কি লাভ! অনেকদিন পর এই সত্যের অনুসন্ধান পেয়ে এখন আমি শান্ত আর স্থির।
কেমন আছ, এ কথা জিজ্ঞাসা করায় বলতে পার যার বাস মনে সে কেমন আছে সেটা আমি জানিনা? একটু অবাক হতেই পার, তবুও শুধালাম এইজন্য তোমার কোন পরিবর্তনই হয় নাই এতদিন পরেও, ঠিক যে রকম ছিলে সে রকমই আছ হৃদয়ে। তোমার তাতে ভাল লাগছে কিনা, তাই জানতে চাইলাম আর কি । সবায় তো পরিবর্তন পছন্দ করে, তুমিও করো। তাই তো চলে গেলে, কিন্তু রয়ে গেলে মনের মুক্ত মঞ্চে। আর তোমার সেই নাটক গুলো প্রতিনিয়তই রিপিট হয় আমার মনের মঞ্চে, কি যে সুখ ও বেদনা তাতে তোমাকে বোঝায় কি করে!!! দুঃখ সুখের মিলন বড়ই অদ্ভুত !
তোমার কি মনে আছে হারিয়ে যাওয়ার দিনটি??? সেইদিন থেকেই আমি যে তোমাকে পাগলের মত হন্যে হয়ে খুঁজেছিলাম। দেখ কি বোকা আমি! যে তোমার উপস্থিতি আমার অস্তিত্ব তাকেই আমি খুঁজে বেড়িয়েছি এখানে সেখানে আরও কত জায়গায়, ভাবলেই এখন হাসি পায় । সেই বোকামিতে তখন যতটা কষ্ট হয়েছিল এখন মনে করলে ততটাই হাসি পায়।
তোমার সেই দুষ্টু – মিষ্টি হাসি , বাঁকা চোখের চাহনি ,মায়ায় জড়ানো অদ্ভুত সুন্দর প্রেম আলাপ ,তোমার বাচনভঙ্গি আমার মাঝে এখনও জীবন্ত । যতই দিন যাচ্ছে এগুলো যেন সামনের মেঘ কেটে ততই উজ্জ্বল হয়ে উঠতেছে । তুমি নিশ্চয়ই দেখেছ মেঘযুক্ত আকাশে যখন পূর্ণিমার চাঁদ মেঘের আড়াল থেকে ধীরে ধীরে যখন সামনে চলে আসে , তখন অন্য সময়ের চেয়ে বেশি উজ্জ্বল ও ভাল লাগে । আমার স্মৃতিগুলোর ও এমন দশা হয়েছে । প্রথম ভাললাগার মুহূর্ত গুলো আজ অন্য রকম জীবন্ত হয়ে ভেসে উঠেছে চোখের সামনে, আমি যেন বাস্তবে তোমাকে দেখছি । জানি এগুলোর এক কানাকড়িও মূল্য তোমার কাছে নেই। যা হয়েছিল সেগুলো নিয়ে পরে থাকলে তো আর জীবন চলে না, তা আমি জানি, কিন্তু আমি যে তোমার মত হতে পারি না, তোমাকে ভুলতে পারিনা । বৃত্তের মত তোমার চারপাশেই ঘুরপাক খায়।
যখন আমি অপলক চোখে চেয়ে থাকতাম তোমার দিকে, তুমি যেন আমাকে না দেখ এজন্য আড়াল করে রাখতাম নিজেকে। হাজারো ছেলে যাকে পাবার জন্য ব্যাকুল তাদের মাঝে আমি অতি নগন্য। তুমি যে নিঃসন্দেহে রাজকন্যা ছিলে তা তোমার অজানা ছিল না। আমি তোমাকে দূর থেকে দেখতে পেলেই ধন্য হতাম , মনের অজান্তে চলে আসত
আমার এই ভালবাসা কখন কিভাবে তুমি বুঝতে পারলে জানিনা, আমি কখনও নিজেকেও জানতে দিতে সাহস পেতাম না যে আমি তোমাকে ভালবাসি । ভাল মনে হয় সত্যিই বেসেছিলাম ,তাই সবার প্রকাশ্য ভালবাসা ,আমার নীরব ভালবাশার কাছে হার মানল । ধীরে ধীরে তুমি এলে , কিন্তু ভয় হচ্ছিল আমার কারণ কোন কিছু গড়েই ভাঙ্গার জন্য , আর ভাঙ্গে গড়ার জন্য । তবুও নিজেকে বুঝালাম ,তোমাকে বুঝালাম কিন্তু কোনটাতেই কাজ হলনা । হয়ত আবেগের বশে দুজনই পরাজিত হয়েছিলাম । কিন্তু তোমার যেদিন ঘোর ভাঙল ,সেদিন তুমি আমাকে ঘোরের মধ্যে ফেলে চলে গেলে …… এখন বড় একা আমি , বড় শূন্য আমি ।
এসব ভেবে আগে অনেক কষ্ট পেতাম দুঃখের কষ্ট, কিন্তু এখন এটাই আমার সুখ এতেই আমার শান্তি ……………… তোমার কথা ভাবতে ভাবতে যখন হারিয়ে যায়, কোন ফাকে যে চোখের দু- কোনে জল গড়িয়ে পড়ে বুঝতেই পারিনা ………………
তুমি আমাকে দিয়ে গেছ জগতের সবচেয়ে অদ্ভুত অনুভূতি , তাইতো তোমাকে এখনও ভালবাসি । তুমি চলে না গেলে হয়ত অনেক কিছুই অজানা থেকে যেত পৃথিবীতে ……………ভালবাসি ভালবাসি ভালবাসি তোমাকে, অনেক বেশি ভালবাসি
আকাশ
Tuesday, 11 March 2014
ভালোবাসার মানুষটি
ভালোবাসার মানুষটি সত্যিই সবার
থেকে আলাদা । সে যেনো সবার
মাঝে থেকেও সবার ওপরে !
চোখ বন্ধ করলেও তার অস্তিত্ব
ভেসে ওঠে চোখের সামনে ।
তাকে জড়িয়ে ধরার মূহুর্ত ... উফ্ ! সে এক
অসাধারণ অনুভব ।
তার কপালে আলতো করে চুমু
করে তাকে " i love you " বলার পর
যখন প্রতি উত্তরে তার মুখ থেকে " i
love you too " শুনি তখন মনে হয় এটাই পৃথিবীর
সেরা বাক্য !
তার হাতটি ধরে বহুধুর চলার পরও
মনে হয় যেনো এই মাত্রই তো হাঁটা শুরু
করলাম, আরো অনেক পথ পেরোলেও তখন
ক্লান্তি গ্রাস করবে না । তার ছোট ছোট কথায় রাগ -অভিমান
করা, নাক ফুলে লাল হয়ে যাওয়ার পর
যেনো
তাকে আরও বেশি সুন্দর লাগে ।
তখন মনে হয় তাকে এই বুকের মাঝেই
সারাটি জীবন জড়িয়ে রাখি । আমি ভূল করলে তাকে sorry বলতেও
খারাপ লাগে না । কারণ sorry
বলা মানে তার কাছে ছোট হওয়া নয়,
বরং সর্ম্পক টা কেই সবকিছুর
উর্ধ্বে দেখা ।
মাঝে মাঝে গলা ফাটিয়ে চিত্কার করে বলতে ইচ্ছে করে " অনেক
বেশি ভালোবাসি তোমাকে, অনেক
বেশি "
থেকে আলাদা । সে যেনো সবার
মাঝে থেকেও সবার ওপরে !
চোখ বন্ধ করলেও তার অস্তিত্ব
ভেসে ওঠে চোখের সামনে ।
তাকে জড়িয়ে ধরার মূহুর্ত ... উফ্ ! সে এক
অসাধারণ অনুভব ।
তার কপালে আলতো করে চুমু
করে তাকে " i love you " বলার পর
যখন প্রতি উত্তরে তার মুখ থেকে " i
love you too " শুনি তখন মনে হয় এটাই পৃথিবীর
সেরা বাক্য !
তার হাতটি ধরে বহুধুর চলার পরও
মনে হয় যেনো এই মাত্রই তো হাঁটা শুরু
করলাম, আরো অনেক পথ পেরোলেও তখন
ক্লান্তি গ্রাস করবে না । তার ছোট ছোট কথায় রাগ -অভিমান
করা, নাক ফুলে লাল হয়ে যাওয়ার পর
যেনো
তাকে আরও বেশি সুন্দর লাগে ।
তখন মনে হয় তাকে এই বুকের মাঝেই
সারাটি জীবন জড়িয়ে রাখি । আমি ভূল করলে তাকে sorry বলতেও
খারাপ লাগে না । কারণ sorry
বলা মানে তার কাছে ছোট হওয়া নয়,
বরং সর্ম্পক টা কেই সবকিছুর
উর্ধ্বে দেখা ।
মাঝে মাঝে গলা ফাটিয়ে চিত্কার করে বলতে ইচ্ছে করে " অনেক
বেশি ভালোবাসি তোমাকে, অনেক
বেশি "
Sunday, 9 March 2014
প্রতিটা মানুষের জীবনে এমন একজন দরকার
যে তাকে শাসন করবে।
সকাল গড়িয়ে দুপুর পর্যন্ত না খেলে জোর
করে খেতে পাঠাবে।
সামনে থাকলে মুখে তুলে খাইয়ে দিবে।
বৃষ্টিতে বেশি ভিজলে কপট চোখ দেখাবে। পর
মুহূর্তে বলবে, আচ্ছা যাও ভেজো।
জ্বর আসলে বলবে, ওষুধ না খেলে কিন্তু নেক্সট
এক উইক কথা বলবো না।
রাতে সময় মত ঘুমাতে না গেলে নিজের ফোন
বন্ধ রেখে বলবে,
চোখ বন্ধ। ঘুম চলে আসবে।
আমি বলে দিচ্ছি ঘুমকে চলে যেতে তোমার কাছে।
ব্যস্ত রাস্তা পার হওয়ার আগে অন্তত একবার
বলবে, সাবধানে পার হয়ো ?
প্রশ্ন না করে প্রতিটা কথা মন দিয়ে শুনে বলবে,
প্যাচাল অনেক হল। এবার মাথা থেকে ভুত নামাও
সব।
ফাইনালের আগে একটা কড়া ধমক,
ফেসবুকে দেখলে আমার আইডি থেকে ব্লক
করে দিব বলে দিলাম। পরে হাজার বললেও অ্যাড
করব না।
শাসন শুধু ভালবাসার মানুষ করবে এমনও না।
একজন বন্ধুও হতে পারে। "সে" হতে পারে।
"তুমি" হতে পারো।
একটা জীবন পার করতে সব সময়
সাথে থাকা মানুষটা হতে পারে।
সবার জীবনে এমন একজন থাকুক।
না আসলে আসুক।
যে তাকে তার প্রতিটা ভুলের জন্যে বাকি সবার
মত ভুল না বুঝে বলবে, ঘুরে আসি চলো কোথাও
থেকে।
যে তাকে শাসন করবে।
সকাল গড়িয়ে দুপুর পর্যন্ত না খেলে জোর
করে খেতে পাঠাবে।
সামনে থাকলে মুখে তুলে খাইয়ে দিবে।
বৃষ্টিতে বেশি ভিজলে কপট চোখ দেখাবে। পর
মুহূর্তে বলবে, আচ্ছা যাও ভেজো।
জ্বর আসলে বলবে, ওষুধ না খেলে কিন্তু নেক্সট
এক উইক কথা বলবো না।
রাতে সময় মত ঘুমাতে না গেলে নিজের ফোন
বন্ধ রেখে বলবে,
চোখ বন্ধ। ঘুম চলে আসবে।
আমি বলে দিচ্ছি ঘুমকে চলে যেতে তোমার কাছে।
ব্যস্ত রাস্তা পার হওয়ার আগে অন্তত একবার
বলবে, সাবধানে পার হয়ো ?
প্রশ্ন না করে প্রতিটা কথা মন দিয়ে শুনে বলবে,
প্যাচাল অনেক হল। এবার মাথা থেকে ভুত নামাও
সব।
ফাইনালের আগে একটা কড়া ধমক,
ফেসবুকে দেখলে আমার আইডি থেকে ব্লক
করে দিব বলে দিলাম। পরে হাজার বললেও অ্যাড
করব না।
শাসন শুধু ভালবাসার মানুষ করবে এমনও না।
একজন বন্ধুও হতে পারে। "সে" হতে পারে।
"তুমি" হতে পারো।
একটা জীবন পার করতে সব সময়
সাথে থাকা মানুষটা হতে পারে।
সবার জীবনে এমন একজন থাকুক।
না আসলে আসুক।
যে তাকে তার প্রতিটা ভুলের জন্যে বাকি সবার
মত ভুল না বুঝে বলবে, ঘুরে আসি চলো কোথাও
থেকে।
Saturday, 8 March 2014
বন্ধুরা.........
আমরা কেও কেও চাকুরি করি কেও বা স্টুডেন্টস...তবে যে লাইন এ আছি সবাই আনেক বেশী ভালো আছি......।।
এটা ঠিক যে সবারই কিছু প্রবলেম থাকে বা থাকতে পারে। একটা কথা কি আমরা ভেবে দেখেছি, যদি এমন হত যে আমার বয়স ৭০ এর উপরে জীবনের আনেক সমাই পার করেছি কিন্তু কিছু পাইনি তিন বেলা খাবার জন্য পরের কাছে হাত পাততে হয়। আনেকে হয়তো আমার কোথাই ভ্ররু ভাজ করবে কিন্তু এটা তো ঠিক আজ ও রাস্তাই বের হলে সহজে পাওয়া আনেক গরীব লোক যাদের বয়স ৭০ পার হয়েছে কিন্তু ভিক্ষা করে। তার সন্তান এর বয়সের ছেলে মেয়েরা তাকে যাতা বলছে। এটা ভেবে লজ্জা পাওয়া ট দূরে থাক নিয়ম বানিয়ে নিয়েছি। আমার সামনে এমন একজন লোক পরেছিল আমে সব সমায়ের মত তাকে যা পেরেছি দিয়েছি।। তাকে দেখে আজ বুজতে পারছি আমরা কতই না ভালো আছি। আমাদের মা বাবা আমাদের কত কিছুই দেয় তার পর ও আমাদের অভিযোগ এর শেষ নেই।
আমরা আনেক লাকি যে আমাদের মাথার উপর এই ২ জনের দোয়া আছে। আর কষ্ট ওই সব লোকের জন্য যারা আমাদের মত ভালো নেই। ভালো থাকো বন্ধু্রা।.........।
আমরা কেও কেও চাকুরি করি কেও বা স্টুডেন্টস...তবে যে লাইন এ আছি সবাই আনেক বেশী ভালো আছি......।।
এটা ঠিক যে সবারই কিছু প্রবলেম থাকে বা থাকতে পারে। একটা কথা কি আমরা ভেবে দেখেছি, যদি এমন হত যে আমার বয়স ৭০ এর উপরে জীবনের আনেক সমাই পার করেছি কিন্তু কিছু পাইনি তিন বেলা খাবার জন্য পরের কাছে হাত পাততে হয়। আনেকে হয়তো আমার কোথাই ভ্ররু ভাজ করবে কিন্তু এটা তো ঠিক আজ ও রাস্তাই বের হলে সহজে পাওয়া আনেক গরীব লোক যাদের বয়স ৭০ পার হয়েছে কিন্তু ভিক্ষা করে। তার সন্তান এর বয়সের ছেলে মেয়েরা তাকে যাতা বলছে। এটা ভেবে লজ্জা পাওয়া ট দূরে থাক নিয়ম বানিয়ে নিয়েছি। আমার সামনে এমন একজন লোক পরেছিল আমে সব সমায়ের মত তাকে যা পেরেছি দিয়েছি।। তাকে দেখে আজ বুজতে পারছি আমরা কতই না ভালো আছি। আমাদের মা বাবা আমাদের কত কিছুই দেয় তার পর ও আমাদের অভিযোগ এর শেষ নেই।
আমরা আনেক লাকি যে আমাদের মাথার উপর এই ২ জনের দোয়া আছে। আর কষ্ট ওই সব লোকের জন্য যারা আমাদের মত ভালো নেই। ভালো থাকো বন্ধু্রা।.........।
Tuesday, 4 March 2014
স্বর্ণা এবং জাহিদ ২ জনের ই বয়স ১৮ ছুঁইছুঁই । তারা হল ফেসবুক ফ্রেন্ড । প্রায় প্রত্যেক দিন ই তাদের কথা হত নেটে । কিছুদিনের ভিতরেই তারা অনেক ঘনিষ্ঠ হয়ে গেল । তারা একে অপরের বেস্ট ফ্রেন্ড রুপে পরিনত হল ।
জাহিদ থাকতো ঢাকায় আর স্বর্ণা থাকতো নওগাঁ তে । তারা সব সময় ই একে অপরের নানান কাজে সাহায্য সহযোগিতা করত ।
তারা আস্তে আস্তে একে অপরকে অনুভব করে খুব স্বাচ্ছন্দ্য বধ করত । দুই জন ই খুব কষ্টে জীবন যাপন করতে থাকল । কারোর মনের কথা মুখ থেকে সহজে বের হচ্ছে না ।
কিন্তু একদিন তারা রাতে কথা বলতেছিল নেট এ
স্বর্ণাঃ আমি তোমাকে কিছু বলতে চাই
জাহিদঃ হ্যাঁ বল
স্বর্ণাঃ আমি তোমাকে ভালবাসি
জাহিদঃ আমিও তোমাকে ভালবাসি
স্বর্ণাঃ না ......... নাহ! ...... আমি এই ভালবাসার কথা বলি নি
জাহিদঃ .................................
জাহিদ তারপর অফলাইন এ চলে গেল , স্বর্ণা বাসার সব কিছু ভাঙ্গা শুরু করে দিল । সব কিছু নস্ত করে দিতে শুরু করল ।
কিন্তু রাতের বেলা জাহিদ স্বর্ণার মোবাইল এ ফোন করল
স্বর্ণাঃ হ্যালো
জাহিদঃ চিনতে পারছ ? আমি ।
স্বর্ণাঃ শোন আমি সত্যি ই অনেক সরি
জাহিদঃ আরে নাহ! কি বল! আমিও তোমাকে ভালবাসি ।
স্বর্ণাঃ সত্যি বলতেছ ?? আমরা তো দেখা করতে পারবনা । আমার বাবা মা আমাকে ঘরের বাহির হতে দেয় না একা একা । তাছাড়া আমার পরীক্ষাও সামনে
জাহিদঃ আমি জানি । আমিও পারবনা ।আমাকেও আমার বাবা মা কখনো একা কথাও যেতে দেয় না ।
তারপর তারা একে অপরকে কথা দিল ।
স্বর্ণাঃ আমাদের কিছু দিন অপেক্ষা করতে হবে । কয়েক বছর পর ছাড়া আমরা দেখা করতে পারবনা । আমার এখন একটু বাহিরে যেতে হবে । i love u
জাহিদঃ i love u tooo
তারপর কয়েক বছর চলে গেল । তারা একে অপরকে আর অনেক ভালবাসতে শুরু করল । তাদের ভালবাসাও ইস্পাতের মত শক্ত হয়ে গেল ।
তারপর একদিন তারা নেটে কথা বলতেছে
স্বর্ণাঃ আমার সব পরীক্ষা শেষ হয়েছে , এবং আমি অনেকটা টাকাও জমিয়েছি আমাদের জন্যে
জাহিদঃ কি বলতেছ!!!!! তুমি কি সত্যি বলতেছ ???
স্বর্ণাঃ হ্যাঁ !
তারপর তারা ২ জন প্লান করল একটি জায়গায় তারা ঘুরতে যাবে ।
এর কিছু দিন পরে ........................ জাহিদ একটি বাস স্টপ এ গিয়ে দারিয়ে রইল । স্বর্ণার আসার জন্যে অপেক্ষা করতে লাগলো । স্বর্ণার বাস টি কিছুখুন বিলম্ব করে ছেড়েছে ।
কিছু খুন পর খবর আসলো নওগাঁ থেকে ঢাকা গামীবাসটি এক্সিডেন্ট করেছে । যেঁই বাস এ স্বর্ণাও ছিল , এবং সেই বাসের সবাই ই মারা যায়
জাহিদ কান্নায় ভেঙ্গে পরল ............ কি করবে কিছুই বুজতে পারল না ।
তারপর জাহিদ বাসায় গেল । গিয়ে একটা ছুরি দিয়ে নিজেকে মেরে ফেলল । পরের দিন তাকে মৃত অবস্থায় পায় তার বাবা মা । এবং তারা স্বর্ণার একটা ছবিও পায় তার হাতে । এবং একটি ছোট্ট কাগজ পায় যাতে লেখা ছিল , " খুব দেরিতে হয়ে গেল আমাদের ভালবাসা "
স্বর্ণার বাসায় তার মা বাবা স্বর্ণার রুম পরিস্কার করার সময় স্বর্ণার টেবিল এ একটা ডাইরি পেল । ডাইরি টা খুলেই তার বাবা মা জাহিদ এর ছবি পেল । এবং ছবিটির পিছনে লেখা ছিল " আমি তোমাকে ঠিক ই দেখব যদি আমি মরে যাই "
জাহিদ এবং স্বর্ণা ২ জন ২ জনকেই দেখল মৃত্যুর পর ।
সত্যিকারের ভালবাসা কখনো মরে না । আর ভালবাসতে জানলে কোন ফেসবুক ই ভালবাসা আটকাতে পারেনা । মানুষের মন দেখে তাকে ভালবাসুন ।
দ্বিতীয় বারের মত ব্রেক আপ করলাম !!
আমি অনেক টা বদলে গেছি । এখন এর আমির সাথে আগের আমির কোন মিল খুজে পাইনা । সময়ের সাথে মানুষ অনেকটা বদলে যায় । নতুন পরিবেশ , নতুন মানুষ আমাকে আগের দিন থেকে বিচ্ছিন্ন করে দিয়েছে!
প্রথম বার যখন আমাকে ছেড়ে তুমি চলে গিয়েছিলে , আমার স্পষ্ট মনে আছে , তখন অনেক রাত ছিল । তোমাকে কিছুই বলিনি আমি । জানতে চাইনি কেন আমার সাথে অভিনয় করলে ? সারা টা রাত কেঁদেছি । খাওয়া , ঘুম , পড়ালেখা কিছুতেই মন ছিল না । শুধু আনমনা থাকতাম , একাকীত্ব খুঁজতাম , যখনি একা হতাম নিরবে শুধু চোখের পানি ফেলতাম ।
এইরকম করে অনেক গুল দিন-রাত অতিবাহিত করেছি । অবশেষে আমার কষ্টের দিন গুলো শেষ হল । সময়ের শ্রোতে ভেসগে অনেক খানি বদলে গেলাম আমি । অনেকটা স্বাভাবিক হয়ে উঠলাম । কিন্তু ভাগ্যের কি পরিহাস , আবার দুই বছর পর তোমার সাথে যোগাযোগ , আবার শুরু হল সেই সম্পর্ক , ভেবেছিলাম আবার বুঝি আমার জীবন টা রঙিন হাত এ রাঙিয়ে দিবে তুমি । পরক্ষনে ভয় হত , আগের বার ও তুমি অনেক আশা দিয়েছিলে , অনেক স্বপ্ন দেখিয়েছিলে , তারপর নিজে সব ভেঙ্গে দিলে , এইবার ও যদি এই রকম হয় ?
এই সব কথা ভাবতে না ভাবতেই জানতে পারলাম তুমি শুধু ক্ষণিক এর জন্যে আবার আমার জীবনে আসছ । আগের মত আবার আমার জীবনকে কস্টের কোয়ারে ভাসিয়ে নিয়ে যাবে । আর পারলাম না । নিজেই সম সম্পর্ক শেষ করে দিলাম । আর যেন যোগাযোগ না হয় কোন দিন সেই ব্যাবস্থা করলাম। জানো , কষ্ট টা আমার খুব পরিচিত । সেই আগের বারের মত । কিন্তু কেন জানি কান্না কাটি করলাম না । একা থাকতে চাইনি । সঙ্গী খুঁজেছি । নিজের কোন ক্ষতি করিনি । তোমার ছবি গুলো দেখে একটু আধটু চোখে পানি আসছিল । কিন্তু সামলে নিয়েছি নিজেকে । তোমাকে অনেক প্রশ্ন করার আছে আমার । কিন্তু কিছুই তোমায় বল্ব না । আমার কষ্ট আমার প্রশ্ন , আমার স্বপ্ন আমার কাছেই থাক । ভালো থাকবে বলে সব ছাড়লাম , ভালো থেক তুমি ।
আমি অনেক টা বদলে গেছি । এখন এর আমির সাথে আগের আমির কোন মিল খুজে পাইনা । সময়ের সাথে মানুষ অনেকটা বদলে যায় । নতুন পরিবেশ , নতুন মানুষ আমাকে আগের দিন থেকে বিচ্ছিন্ন করে দিয়েছে!
প্রথম বার যখন আমাকে ছেড়ে তুমি চলে গিয়েছিলে , আমার স্পষ্ট মনে আছে , তখন অনেক রাত ছিল । তোমাকে কিছুই বলিনি আমি । জানতে চাইনি কেন আমার সাথে অভিনয় করলে ? সারা টা রাত কেঁদেছি । খাওয়া , ঘুম , পড়ালেখা কিছুতেই মন ছিল না । শুধু আনমনা থাকতাম , একাকীত্ব খুঁজতাম , যখনি একা হতাম নিরবে শুধু চোখের পানি ফেলতাম ।
এইরকম করে অনেক গুল দিন-রাত অতিবাহিত করেছি । অবশেষে আমার কষ্টের দিন গুলো শেষ হল । সময়ের শ্রোতে ভেসগে অনেক খানি বদলে গেলাম আমি । অনেকটা স্বাভাবিক হয়ে উঠলাম । কিন্তু ভাগ্যের কি পরিহাস , আবার দুই বছর পর তোমার সাথে যোগাযোগ , আবার শুরু হল সেই সম্পর্ক , ভেবেছিলাম আবার বুঝি আমার জীবন টা রঙিন হাত এ রাঙিয়ে দিবে তুমি । পরক্ষনে ভয় হত , আগের বার ও তুমি অনেক আশা দিয়েছিলে , অনেক স্বপ্ন দেখিয়েছিলে , তারপর নিজে সব ভেঙ্গে দিলে , এইবার ও যদি এই রকম হয় ?
এই সব কথা ভাবতে না ভাবতেই জানতে পারলাম তুমি শুধু ক্ষণিক এর জন্যে আবার আমার জীবনে আসছ । আগের মত আবার আমার জীবনকে কস্টের কোয়ারে ভাসিয়ে নিয়ে যাবে । আর পারলাম না । নিজেই সম সম্পর্ক শেষ করে দিলাম । আর যেন যোগাযোগ না হয় কোন দিন সেই ব্যাবস্থা করলাম। জানো , কষ্ট টা আমার খুব পরিচিত । সেই আগের বারের মত । কিন্তু কেন জানি কান্না কাটি করলাম না । একা থাকতে চাইনি । সঙ্গী খুঁজেছি । নিজের কোন ক্ষতি করিনি । তোমার ছবি গুলো দেখে একটু আধটু চোখে পানি আসছিল । কিন্তু সামলে নিয়েছি নিজেকে । তোমাকে অনেক প্রশ্ন করার আছে আমার । কিন্তু কিছুই তোমায় বল্ব না । আমার কষ্ট আমার প্রশ্ন , আমার স্বপ্ন আমার কাছেই থাক । ভালো থাকবে বলে সব ছাড়লাম , ভালো থেক তুমি ।
দ্বিতীয় বারের মত ব্রেক আপ
করলাম !!
আমি অনেক টা বদলে গেছি । এখন এর
আমির সাথে আগের আমির কোন মিল
খুজে পাইনা । সময়ের সাথে মানুষ
অনেকটা বদলে যায় । নতুন পরিবেশ ,
নতুন মানুষ আমাকে আগের দিন
থেকে বিচ্ছিন্ন করে দিয়েছে!
প্রথম বার যখন
আমাকে ছেড়ে তুমি চলে গিয়েছিলে ,
আমার স্পষ্ট মনে আছে , তখন অনেক
রাত ছিল । তোমাকে কিছুই
বলিনি আমি । জানতে চাইনি কেন
আমার সাথে অভিনয় করলে ?
সারা টা রাত কেঁদেছি । খাওয়া ,
ঘুম , পড়ালেখা কিছুতেই মন ছিল না ।
শুধু আনমনা থাকতাম , একাকীত্ব
খুঁজতাম , যখনি একা হতাম নিরবে শুধু
চোখের পানি ফেলতাম ।
এইরকম করে অনেক গুল দিন-রাত
অতিবাহিত করেছি । অবশেষে আমার
কষ্টের দিন গুলো শেষ হল । সময়ের
শ্রোতে ভেসগে অনেক
খানি বদলে গেলাম আমি ।
অনেকটা স্বাভাবিক হয়ে উঠলাম ।
কিন্তু ভাগ্যের কি পরিহাস , আবার দুই
বছর পর তোমার সাথে যোগাযোগ ,
আবার শুরু হল সেই সম্পর্ক ,
ভেবেছিলাম আবার বুঝি আমার জীবন
টা রঙিন হাত এ রাঙিয়ে দিবে তুমি ।
পরক্ষনে ভয় হত , আগের বার ও
তুমি অনেক আশা দিয়েছিলে , অনেক
স্বপ্ন দেখিয়েছিলে , তারপর
নিজে সব ভেঙ্গে দিলে , এইবার ও
যদি এই রকম হয় ?
এই সব কথা ভাবতে না ভাবতেই
জানতে পারলাম তুমি শুধু ক্ষণিক এর
জন্যে আবার আমার জীবনে আসছ ।
আগের মত আবার আমার জীবনকে কস্টের
কোয়ারে ভাসিয়ে নিয়ে যাবে । আর
পারলাম না । নিজেই সম সম্পর্ক শেষ
করে দিলাম । আর যেন যোগাযোগ
না হয় কোন দিন সেই
ব্যাবস্থা করলাম। জানো , কষ্ট
টা আমার খুব পরিচিত । সেই আগের
বারের মত । কিন্তু কেন
জানি কান্না কাটি করলাম না ।
একা থাকতে চাইনি । সঙ্গী খুঁজেছি ।
নিজের কোন ক্ষতি করিনি । তোমার
ছবি গুলো দেখে একটু আধটু
চোখে পানি আসছিল । কিন্তু
সামলে নিয়েছি নিজেকে ।
তোমাকে অনেক প্রশ্ন করার আছে আমার
। কিন্তু কিছুই তোমায় বল্ব না ।
আমার কষ্ট আমার প্রশ্ন , আমার স্বপ্ন
আমার কাছেই থাক ।
ভালো থাকবে বলে সব ছাড়লাম ,
ভালো থেক তুমি ।
করলাম !!
আমি অনেক টা বদলে গেছি । এখন এর
আমির সাথে আগের আমির কোন মিল
খুজে পাইনা । সময়ের সাথে মানুষ
অনেকটা বদলে যায় । নতুন পরিবেশ ,
নতুন মানুষ আমাকে আগের দিন
থেকে বিচ্ছিন্ন করে দিয়েছে!
প্রথম বার যখন
আমাকে ছেড়ে তুমি চলে গিয়েছিলে ,
আমার স্পষ্ট মনে আছে , তখন অনেক
রাত ছিল । তোমাকে কিছুই
বলিনি আমি । জানতে চাইনি কেন
আমার সাথে অভিনয় করলে ?
সারা টা রাত কেঁদেছি । খাওয়া ,
ঘুম , পড়ালেখা কিছুতেই মন ছিল না ।
শুধু আনমনা থাকতাম , একাকীত্ব
খুঁজতাম , যখনি একা হতাম নিরবে শুধু
চোখের পানি ফেলতাম ।
এইরকম করে অনেক গুল দিন-রাত
অতিবাহিত করেছি । অবশেষে আমার
কষ্টের দিন গুলো শেষ হল । সময়ের
শ্রোতে ভেসগে অনেক
খানি বদলে গেলাম আমি ।
অনেকটা স্বাভাবিক হয়ে উঠলাম ।
কিন্তু ভাগ্যের কি পরিহাস , আবার দুই
বছর পর তোমার সাথে যোগাযোগ ,
আবার শুরু হল সেই সম্পর্ক ,
ভেবেছিলাম আবার বুঝি আমার জীবন
টা রঙিন হাত এ রাঙিয়ে দিবে তুমি ।
পরক্ষনে ভয় হত , আগের বার ও
তুমি অনেক আশা দিয়েছিলে , অনেক
স্বপ্ন দেখিয়েছিলে , তারপর
নিজে সব ভেঙ্গে দিলে , এইবার ও
যদি এই রকম হয় ?
এই সব কথা ভাবতে না ভাবতেই
জানতে পারলাম তুমি শুধু ক্ষণিক এর
জন্যে আবার আমার জীবনে আসছ ।
আগের মত আবার আমার জীবনকে কস্টের
কোয়ারে ভাসিয়ে নিয়ে যাবে । আর
পারলাম না । নিজেই সম সম্পর্ক শেষ
করে দিলাম । আর যেন যোগাযোগ
না হয় কোন দিন সেই
ব্যাবস্থা করলাম। জানো , কষ্ট
টা আমার খুব পরিচিত । সেই আগের
বারের মত । কিন্তু কেন
জানি কান্না কাটি করলাম না ।
একা থাকতে চাইনি । সঙ্গী খুঁজেছি ।
নিজের কোন ক্ষতি করিনি । তোমার
ছবি গুলো দেখে একটু আধটু
চোখে পানি আসছিল । কিন্তু
সামলে নিয়েছি নিজেকে ।
তোমাকে অনেক প্রশ্ন করার আছে আমার
। কিন্তু কিছুই তোমায় বল্ব না ।
আমার কষ্ট আমার প্রশ্ন , আমার স্বপ্ন
আমার কাছেই থাক ।
ভালো থাকবে বলে সব ছাড়লাম ,
ভালো থেক তুমি ।
এক ছেলের Girlfriend খুব
কাঁন্না করতেছে...
তো সে গিয়ে তার Girlfriend এর চোখের
পানি মুছে দিয়ে তাকে জড়িয়ে ধরল...
.......ছেলেটি জড়িয়ে ধরার পর
... মেয়েটি আরো জোরে জোরে কাঁদতে লাগল...
ছেলেটি অবাক হয়ে প্রশ্ন করল, আবার
কাঁদছ কেন???
মেয়েটি বলল আমার প্রত্যেক
ফোঁটা চোখের
পানির
বিনিময়ে যদি তুমি আমাকে এভাবে জড়িয়ে ধরো
তাহলে সারা জীবন
ধরে আমি কাঁদতে রাজি..
কাঁন্না করতেছে...
তো সে গিয়ে তার Girlfriend এর চোখের
পানি মুছে দিয়ে তাকে জড়িয়ে ধরল...
.......ছেলেটি জড়িয়ে ধরার পর
... মেয়েটি আরো জোরে জোরে কাঁদতে লাগল...
ছেলেটি অবাক হয়ে প্রশ্ন করল, আবার
কাঁদছ কেন???
মেয়েটি বলল আমার প্রত্যেক
ফোঁটা চোখের
পানির
বিনিময়ে যদি তুমি আমাকে এভাবে জড়িয়ে ধরো
তাহলে সারা জীবন
ধরে আমি কাঁদতে রাজি..
Subscribe to:
Posts (Atom)